অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কেকেআর মালিক।হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ।এখন কেমন আছেন তিনি? আইপিএল এর কোয়ালিফায়ার ১ এ মঙ্গলবার সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল কেকেআর।সেই ম্যাচে গ্যালারীতে ছিলেন শাহরুখ।কেকেআর ফাইনালে ওঠায় আনন্দে আত্মহারা হয়েছিলেন তিনি।মাঠে নেমে খেলোয়ারদের বুকে জড়িয়ে ধরেন শাহরুখ।এক একটি শটের পর পরই হাত তালি দিচ্ছিলেন শাহরুখ।শেষে ম্যাচ জেতায় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন।ডান দিকেই বসেছিল আব্রাম।আনন্দে ছেলের কপালে চুমু খান শাহরুখ।এরপর সবাইকে নিয়ে নেমে আসেন মাঠে।গোটা স্টেডিয়াম ঘুরে ঘুরে দর্শকদের উড়ন্ত চুমু ছুড়তে থাকেন।গ্যালারিতে দর্শকেরাও শাহরুখকে দেখে প্রবল চিৎকার করতে থাকে।
এরপর বুধবার খবর আসে,হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।প্রচন্ড গরমে অসুস্থ হয়ে আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার শাহরুখকে দেখতে হাসপাতালে যান গৌরী।জানা যাচ্ছে এখন অনেকটাই স্থিতিশীল পরিস্থিতি।তারতারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। রবিবার চেন্নাইয়ে আইপিএল এর ফাইনাল রয়েছে।সেখানে কিং খানের উপস্থিতি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।শাহরুখের অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা।এখন আগের থেকে অনেকটা ভালো আছেন তিনি।কিন্তু চেন্নাইয়ে ফাইনাল ম্যাচে শাহরুখ থাকবেন কিনা এটাই এখন বড়ো প্রশ্ন।
Discussion about this post