সলমান শরীরচর্চা রোজ করেন,এবার তিনি অধিকারের চর্চা করবেন।অধিকার অর্থাৎ ভোটাধিকারের কথা বলেছেন তিনি।দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। লোকসভা নির্বাচন।সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা,সকলেই নিজের কেন্দ্রেভোট দিচ্ছেন।এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ভোটাধিকার নিয়ে পোস্ট করেছেন ভাইজান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে সলমন খান লিখেছেন, ‘আমি বছরের ৩৬৫ দিন শরীরচর্চা করি, যাই হয়ে যাক না কেন। আর এবার, আমি চর্চা করব নিজের অধিকার। ভোটাধিকার। যাই হয়ে যাক না কেন। যা ইচ্ছা করুন, যে কোনও কাজেই ব্যস্ত থাকুন.. কিন্তু নিজের ভোটটা দিন। ভারতমাতাকে বিব্রত করবেন না। ভারতমাতা কি জয়..’।
সম্প্রতি তাঁর বাড়িতে হামলার কারণে খবরের শিরোনামে এসেছিলেন সলমান। গত মাসেই, হঠাৎ গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা।জানা যায় বিষ্ণোই গ্যাংএর সঙ্গে সম্পর্ক রয়েছে ঐ দুষ্কৃতীদের।হামলার ঘটনার পরে সমস্ত অভিযোগ স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং।এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। আগামী ২০ মে,ভোট দেবেন সলমন খান।সোশ্যাল মিডিয়ায় ভোটাধিকার নিয়ে পোস্ট করেছিলেন অভিনেতা।সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এই বার্তায় প্রশংসা করেছেন নেটিজেনরা।
Discussion about this post