কেকেআর জেতায় আনন্দে আত্মহারা হলেন শাহরুখ।গতকাল কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ।8 উইকেটে জয় পেয়ে ফাইনালে উঠেছে কেকেআর।আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়।গোটা মরসুমেই দুর্ধর্ষ ফর্মে রয়েছে কেকেআর।গতকাল গ্যালারিতে উপস্থিত ছিল কিং খান।কেকেআর এর মালিক পুরো ম্যাচটা বসে দেখেন।জয়ের পর আনন্দে উচ্ছ্বসিত শাহরুখ খান।তাকে দেখেই বোঝা যাচ্ছিল কতটা আপ্লুত তিনি।মেয়ে সুহানা, ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে ভিভিআইপি দর্শকাসনে বসেছিলেন শাহরুখ।
এক একটি শটের পর পর ই হাত তালি দিচ্ছিলেন শাহরুখ।শেষে ম্যাচ জেতায় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন।ডান দিকেই বসেছিল আব্রাম।আনন্দে ছেলের কপালে চুমু খান শাহরুখ।এরপর সবাইকে নিয়ে নেমে আসেন মাঠে।গোটা স্টেডিয়াম ঘুরে ঘুরে দর্শকদের উড়ন্ত চুমু ছুড়তে থাকেন।গ্যালারিতে দর্শকেরাও শাহরুখকে দেখে প্রবল চিৎকার করতে থাকে।
ক্রিকেটারদের এসে জড়িয়ে ধরেন কিং খান।শুধু কেকেআর এর, হায়দরাবাদের ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেন শাহরুখ।সব মিলিয়ে কলকাতা ফাইনালে ওঠায় বেজায় খুশি হয়েছেন মালিক।এবার ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে কেকেআর সমর্থকরা।ট্রফি জিতলে উচ্ছাস দ্বিগুন হবে শাহরুখের।
Discussion about this post