বাংলাদেশে গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হল। এই উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিশাল এক উৎসব সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশের ছাত্র জনতা। এই অনুষ্ঠানে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের অনেকেই ২০২৪ সালের ৫ অগস্টের তুলনা টেনেছেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আর ১৯৭৫ সালের ১৫ অগস্টের সঙ্গে। কিন্তু এই গণঅভ্যুত্থান যে একেবারেই আলাদা তা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাতে ছাত্র-জনতাদের বিশাল উপস্থিতি থাকে। কিন্তু ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যে বিশেষ ট্রেন ছেড়েছিল, তাতে মাত্র ১১ জন সওয়ার হন। জানা যায়, ওই ট্রেনে শ্রীনগর স্টেশন থেকে ১০ জন ও মাওয়া স্টেশন থেকে ১৫ জন ওই ট্রেনে উঠেছেন। এই অবহেই মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। সে সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
এদিন ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘৭২ এর সংবিধানের অপপ্রয়োগ করে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। তিনি এও দাবি করেন, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তপশিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে। অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকার চায় বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান লিখতে। কিন্তু প্রশ্ন হচ্ছে পরবর্তী যে সরকার জনগণের রায় নির্বাচিত হবে , তারা কি এই জুলাই ঘোষণাপত্র মেনে নেবে? যদিও এদিন মূল অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল আলমগীর উপস্থিত ছিলেন। আরো একটি বিষয় হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঢাকা দখল করার জন্য গেরিলা বাহিনী তৈরি করার যে কথা বলা হয়েছিল তার কিছুই দেখা যায়নি এদিন। যদিও শেখ হাসিনা এদিনের অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।
এরই মধ্যে উঠে আসছে মহাপ্রজ আলাম সার্জিস আলাম হাসরাত আব্দুল্লাহদের কোটি কোটি টাকা সম্পত্তির হিসেব নিয়ে বিতর্ক। ncv নামক ওই রাজনৈতিক দল যে বাংলাদেশের রাজনীতিতে সদ্য গজে উঠেছে সেই দলের প্রভাব কমেছে ইতিমধ্যেই। সেই কারণেই আটজোড়া স্পেশাল ট্রেন চালিয়েও সেভাবে লোক যোগাড় করতে পারেনি এনসিপি। জুলাই ঘোষণাপত্র তাদের জেদেই এদিন পাট করে শোনান মোহাম্মদ ইউনুস। কিন্তু এই ঘোষণাপত্র আগামী দিনে কতটা কার্যকরী হবে বা পরবর্তী নির্বাচিত সরকার জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদকে মান্যতা দেবে কিনা সেটা নিয়েও একটা বড়সড়ো প্রশ্নচিহ্ন রয়েছে।












Discussion about this post