Abhisekh Banerjee
তৃণমূলের সেনাপতি এবারের ভোট পরিচালনার অন্যতম মুখ্য দায়িত্বে ছিলেন। এবার ভোট গণনার আগে নেতাদের বড় নির্দেশ দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। আর এক্সিট পোলে সম্ভাব্য ফলাফলে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে তাতে নিঃসন্দেহে মন খারাপের খবর তৃণমূলের কাছে। তবে অত সহজে হাল ছাড়তে রাজি নয় সবুজ শিবির। ভোট গণনার দিনটা অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে তৃণমূল। সেই নিরিখে একাধিক লোকসভা আসনকে চিহ্নিত করলেন অভিষেক। সেখানে গণনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। রবিবার এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একপ্রস্থ জরুরি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলকে দিলেন বিশেষ বার্তা।
বুথফেরত সমীক্ষা নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, “এক্সিট পোলে গুরুত্ব দেবেন না৷ এই ফল ২০১৪ সালের মতো হবে।” অভিষেকের পরামর্শ, “ইভিএমে শেষ গণনা হওয়া পর্যন্ত থাকুন। ছেড়ে আসবেন না। বিজেপি এজেন্টদের প্রভাবিত করতে পারে, ভয় দেখাতে পারে, হুমকি দিতে পারে। বাইরে এসে ‘জয়ী হয়ে গিয়েছি’ বলে চিৎকারও করতে পারে। নন্দীগ্রামের মতো আপনারা গণনা শেষ না করে বেরিয়ে আসবেন না। শেষ পর্যন্ত থাকবেন।” এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এলো নন্দীগ্রাম প্রসঙ্গ। তাঁর বক্তব্য, ”নন্দীগ্রামে গণনা চলাকালীন তৃণমূল তখন ২০০ পার করে গিয়েছে। সকলে জেনে গিয়েছেন যে সরকার গঠন হচ্ছে। তখন রমজান মাস। ইফতারের ব্যস্ততায় কর্মীদের অনেকে বুথ ছেড়ে চলে যান। সেই সুযোগে ৪-৫টা ইভিএমে কারচুপি করে লোডশেডিংয়ের সাহায্যে ফল উলটে দেওয়া হয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যত আসনই জিতে যাই না কেন, শেষ ভোট গণনা পর্যন্ত কাউন্টার ছেড়ে যেন কেউ না যায়। ষষ্ঠ দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছি আমরা। এবারের ফলাফলে ২০১৪ সালের আসন সংখ্যা পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আপনারা গণনার শেষ পর্যন্ত থাকবেন। বাকিরা সতর্ক থাকবেন। যদি কেউ ক্লান্ত হয়ে যান, তাঁর বিকল্প তৈরি রাখবেন।”
রবিবার একাধিক কেন্দ্রে কারা কারা পেলেন বিশেষ দায়িত্ব –
১) ঘাটাল – মানস ভুইয়া আর অজিত মাইতি
২) মেদিনীপুর – জয়প্রকাশ মজুমদার
৩) আরামবাগ – শান্তনু সেন
৪) হুগলি – ইন্দ্রনীল সেন
৫) তমলুক – রাজীব বন্দ্যোপাধ্যায়
৬) কাঁথি – উত্তম বারিক
৭) কোচবিহার – অভিজিৎ দে ভৌমিক ও উদয়ন গুহ
৮) আলিপুরদুয়ার – গঙ্গাপ্রসাদ শর্মা
৯) জলপাইগুড়ি – মহুয়া গোপ ও চন্দন ভৌমিক
Discussion about this post