ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ন ভোট মিটলেও নির্বাচনের ফল বেরোনোর আগে শুরু হলো অসন্তোষ। শনিবার রাতে বোমাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাটপাড়া পৌর এলাকায়। ভাটপাড়ায় অর্জুন সিংহর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে পড়ল বোমা। দু’টি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি ও তৃণমূলের।
ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠের রাতের অন্ধকারে বোমা পড়ায় আতঙ্কিত এলাকাবাসীরা।বিজেপি কর্মী প্রিয়াঙকু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এমন ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ প্রিয়াঙ্কু পান্ডের। অন্যদিকে জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বিজেপি নেতার করা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
উল্লেখ্য, ভাটপাড়ায় অশান্তি নতুন নয়। প্রতিবার ভোট ঘিরে অশান্তির শিরোনামে থাকে ভাটপাড়া। এবারও তার অন্যথা হল না। ভোটের দিনও বিভিন্ন জায়গায় গণ্ডগোলের খবর সামনে এসেছিল এখানে। এই নিয়ে ব্যারা্কপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বক্তব্য অবশ্য জানা যায়নি। অন্যদিকে প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে কিন্তু এই ঘটনায়, ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।
Discussion about this post