বৃষে গমন সূর্যের, ফল মিলবে মিশ্র…
সূর্যকে মাঝে রেখে সৌরজগত পরিবারের সকল গ্রহরা প্রতি নিয়ত ঘুরে চলেছে নিজ কক্ষপথে। যার ফলে সৌরজগতে থাকা প্রত্যেক সদস্যের উপর সমানভাবে প্রভাব বিস্তার করে স্বয়ং সূর্যদেব। তবে চলতি মাসের ১৪ তারিখ সৌরজগতের প্রধান কর্তা সূর্য গমন করবে বৃষ রাশিতে। যার ফলে সৌভাগ্যের চূড়ায় পৌঁছাবে এই রাশির জাতক জাতিকার ভাগ্য। সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতিও হবে দ্রুত গতিতে। এক ঝলকে দেখে নেব, কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে।
মেষ রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য আগামীদিন খুবই সুখের হতে চলেছে। প্রেম জীবন ভালো কাটবে। দাম্পত্য জীবন সুখের হবে। কোনও কাজ করার আগে, পরিকল্পনা করে করুন। পুরনো ধার ফেরতের সম্ভাবনা আছে।
বৃষ রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য আগামীদিন মিশ্র ফল হবে। ঘুরতে যাওয়ার সম্ভাবনা প্রবল। পরিবারে কারও স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মজীবনে উন্নতির যোগ।
মিথুন রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য আগামীদিন মোটের উপর দিয়ে যাবে। বিবাদ ও অশান্তির মধ্যে দিয়েই কাটবে। সঙ্গীর সঙ্গে যে কোনও বিষয় বিবাদ হতে পারে। প্রিয়জনকে কষ্ট দেবেন না। দাম্পত্য জীবন সুখের হবে।
কর্কট রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য এইদিনটি আত্যন্ত শুভ। আয়ের দিকে উন্নতি হবে। সেই সঙ্গে নতুন আয়ের উৎস হতে পারে। পুরনো বিনিয়োগ থেকেও উপকৃত হতে পারেন। সকল জাতক জাতিকার উপর এই সময়ে শনির সাড়ে সাতির প্রভাব পড়তে চলেছে, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কন্যা রাশি ..
এই রাশির জাতক জাতিকার জন্য আগামীদিন শুভ। পড়ুয়াদের ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে। প্রেম জীবনে সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করুন। কর্মক্ষেত্রে সাফল্য পাবে। বিদেশে কাজের সুযোগ আসতে পারে।
Discussion about this post