ইলামবাজারের এক বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। স্বচ্ছ ও অবাধ ভোট করাতে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ওয়েব কাস্টিংয়ের মধ্য দিয়ে দেখা গিয়েছিল, ইলামবাজারের ২৫ নম্বর বুথে এক ব্যক্তি একাধিক বুথে বার বার ঢোকার চেষ্টা করছে। সাধারণ ভোটারদের প্রভাবিত করছে। বিষয়টি জেনেও কোনওরকম ব্যবস্থা নেয়নি বুথের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। তারপরই তৎক্ষণাৎ এই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। কিছুক্ষণ পর রিজার্ভ রাখা অন্য ভোট কর্মীদের থেকে এক প্রিসাইডিং অফিসারকে পাঠানো হয় ওই বুথে।
উল্লেখ্য, সকাল ১১টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে ৩৫.৫৩ শতাংশ, কৃষ্ণনগরে ৩২.৫৯ শতাংশ, রানাঘাটে ৩৩.২৩ শতাংশ, বর্ধমান পূর্বে ৩৩.৮২ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ৩১.৪১ শতাংশ, আসানসোলে ২৯.৯৯ শতাংশ, বোলপুরে ৩৫.২২ শতাংশ, বীরভূমে ৩০.৪৫ শতাংশ। সকাল ১১’টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩২.৭৮ শতাংশ।এরমধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্র অধীর চৌধুরীর গড় বহরমপুরে ৩৫.৫৩ শতাংশ। প্রসঙ্গত, বহরমপুরে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৭৯, এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ৫৫৮। কৃষ্ণনগরে মোট ভোট কেন্দ্র ১৮৪১, স্পর্শকাতর ভুতের সংখ্যা ৩৩৮। রানাঘাটে মোট ভোট কেন্দ্র ১৯৮৩, তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১০, বোলপুরে মোট ভোট কেন্দ্র ১৯৭৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৫৯। বীরভূমে মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০। বর্ধমান পূর্বের মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০১। বর্ধমান দুর্গাপুরে মোট ভোট কেন্দ্র ২০৩৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২২। আসানসোলের মোট ভোট কেন্দ্র ১৯০১, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩১৯।
Discussion about this post