তৃতীয় দফার লোকসভা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিস্ফোরক খবর ফাঁস করে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কদিন আগে পর্যন্ত দলের ওপর অভিমান করেছিলেন কুণালের। দলের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। এখন এসব অতীত। তাই আবার ফুল–ফর্মে কুনাল ঘোষ। সম্প্রতি ৬৭ জন বিজেপি নেতা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এবার সেই বিজেপি নেতার পদত্যাগের তালিকা ফাঁস করে নিজের এক্স হান্ডেলে বিস্ফোরক লেখেন কুনাল ঘোষ। তমলুক লোকসভা কেন্দ্রের।
এই নিয়ে শোরগোল রাজ্য রাজনীতি।এমনিতেই সন্দেশখালির স্টিং অপারেশন প্রকাশ্যে আসায় বেকায়দায় পড়েছে বঙ্গ বিজেপি। তার ওপর বিপুল সংখ্যক বিজেপি নেতার পদত্যাগ ভাবিয়ে তুলেছে বিজেপির জেলা নেতৃত্বকে। এদিন কুণাল ঘোষ যে চিঠি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ৬৭ জন বিজেপি নেতা এক সঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাতে সেই সকল বিজেপি নেতার নামও রয়েছে। তমলুক সাংগঠনিক জেলার এমন হাল প্রকাশ্যে আসায় বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন। এখন প্রশ্ন উঠছে দলের নেতা কর্মীরাই যদি বসে যায় তাহলে মাঠে নেমে লড়াই করবে কে? তবে এই চিঠি সঠিক না ভুয়ো তা এখনও বিজেপির পক্ষ থেকে জানানো হয়নি।
Discussion about this post