আগামী ২০ মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পঞ্চম দফা লোকসভা নির্বাচন। তার আগেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কার্টুন ছবি দেওয়া পোস্টার। যেখানে তাকে পল্টু সিং বলে উল্লেখ করা হয়েছে। এবং তাতে লেখা রয়েছে NO VOTE TO MURDDERER অর্থাৎ “খুনিকে কোন ভোট নয়”। পাশাপাশি সেই পোস্টারে বেশ কিছু নাম লেখা রয়েছে যারা গত কয়েক বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুন হয়েছেন। এমনকি যাদের উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে তাদের নামও রয়েছে সেই পোস্টারে। এছাড়াও সেই পোস্টারে দেখা যাচ্ছে মানুষের মাথার খুলির উপরে বসে রয়েছেন অর্জুন সিং এর মত দেখতে পল্টু সিং নামের এক কার্টুন চরিত্র। এ প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এই ধরনের পোস্টারের পেছন রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যদিও এই বিষয়ে পার্থভৌমিকের কোন প্রতিক্রিয়া এখনো মেলেনি। তবে আদতে এই ধরনের পোস্টার কারা সাটালো তা নিয়ে উঠছে প্রশ্ন।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post