মুর্শিদাবাদের ভোট নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ৭ মে তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ কেন্দ্রে। সূত্রের খবর, কমিশনের বিশেষ নজর থাকছে মুর্শিদাবাদের দিকে। এবার ভোটের আগেই মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিস্ফোরক দাবী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অধীরের দাবি, মুখ্যমন্ত্রী তিনদিন জেলায় থেকে পুলিশ অফিসার এবং অপরাধীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি পরামর্শ দিয়ে গিয়েছেন মুর্শিদাবাদ জেলায় ভোটের দুদিন আগে থেকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে। অধীর বলেন, মমতা বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা দিয়ে বুথের ভিতর গোলমাল করা সম্ভব নয়। তাই এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে বিরোধী ভোটাররা ভোট দিতেই না আসে। শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর কমিশন। তাই জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার মুর্শিদাবাদে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post