বৃহস্পতিবার আম আদমি পার্টির এক প্রতিনিধি দল ইলেকশন কমিশনে আসেন। এবং তারপর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে তারা বিজেপি পার্থী হিরন চট্টোপাধ্যায় এর শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এদিন আপ এর এক প্রতিনিধি জানান, আমরা শ্রী হিরন্ময় চট্টোপাধ্যায় নির্বাচনী হলফনামা ঘোষণার মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা/কৃতিত্বের বিষয়ে অসঙ্গতি লক্ষ্য করেছি। তিনি 2023 সালের মে থেকে “আইআইটি খড়গপুরে রিসার্চ ফেলো” বলে দাবি করেছেন৷ তবে আইআইটি খড়গপুরের সাম্প্রতিক একটি আরটিআই উত্তর থেকে জানা গেছে “তিনি একজন গবেষণা সহযোগী নন, না বিজ্ঞানী, না কর্মী বা অন্য কোনও বিভাগে নেই তিনি।” এটা স্পষ্ট যে, তিনি তার নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত তথ্য জাল করেছেন। এটি জনপ্রতিনিধিত্ব আইনের বিধি-বিধানের সরাসরি লঙ্ঘন। আমরা আমাদের উদ্বেগ জানাতে এবং আসন্ন সাধারণ নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য আজকের জন্য নির্বাচনী কমিউনের সাথে যোগাযোগ করেছি বলে জানান আপ প্রতিনিধি।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post