তিনি ফুটবল প্রেমী। অসাধারণ যেমন যুক্তি। ঠিক তেমনই অসাধারণ বাচনভঙ্গি তাঁর। যা বাঙালি ফুটবলপ্রেমীদের কাছে এনে দিত এক অন্য মাত্রা। বাঙালি ইউটিউবার অভ্রদীপ সাহা। সোশ্যাল মিডিয়ায় অবশ্য পরিচিত ছিলেন ‘অ্যাঙ্গ্রি ব়্যাটম্যান’ নামে। ফুটবলের উপর ভিডিও বানাতেন। লক্ষ লক্ষ ফলোয়ার্সের মন জয় করে নিয়েছিলেন অভ্রদীপ।কিন্তু সেই কন্ঠস্বর আর পৌঁছবে না ফুটবলপ্রেমীদের কাছে। কিন্তু মাত্র ২৭ বছর বয়সেই থেমে গেল তাঁর যাত্রাপথ। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায়। শোক প্রকাশ করেছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবও। শোক প্রকাশ করেছেন বহু ইউটিবাররাও। বাঁকুড়া মিমসের উন্মেশ গঙ্গোপাধ্যায়ও ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘অ্যাঙ্গ্রি ব়্যাটম্যান’, সমস্ত বিনোদনের জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ তোমার মুভি রিভিউ মিস করব। রেস্ট ইন পিশ ভাই।
বুধবার সকাল ১০টা ১৮ মিনিটে প্রয়াত হন অভ্রদীপ। এই খবর তাঁর পরিবারের তরফে ফেসবুকের মাধ্যমে জানানো হয়। জানা গিয়েছে, তিনি শরীরের নানা জটিলতা নিয়ে ভর্তি ছিলেন ব্যাঙ্গালুরুর নারায়ণা কার্ডিয়াক হাসপাতালে। অপেন হার্ট সার্জারি হয়। মাল্টিপল অরগ্যান ফেল হওয়ায় তাঁকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল। কিন্তু সেভাবে চিকিৎসায় সাড়া দেননি তিনি। বেশকিছুদিন লড়াইয়ের পর বুধবার মৃত্যু হয় অভ্রদীপের।
প্রসঙ্গত, অভ্রদীপ কনটেন্ট বানাতে শুরু করেছিলেন ২০১৭ সালে। তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার এবং ইনস্টাগ্রামে ১ লক্ষ ২০ হাজার।
Discussion about this post