তাপস বনাম সুদীপের লড়াই এখন অতীত। এবার উত্তর কলকাতায় বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়। কাজ করতে পারছে না অভিযোগ তুলে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে ধর্নায় বসেছিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা মোনালিসা বন্দ্যোপাধ্যায়। এর আগে মোনালিসা ধর্না দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ের সামনে। বুধবার তাঁকে দেখা গেল সুরেন্দ্রনাথ কলেজের উল্টোদিকের রাস্তায়। পাশাপাশি অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরাও যোগ দিয়েছেন। সাংবাদিকদের মোনালিসা জানান, তিনি তিনদিন ধরে জানিয়েছিলেন কাজ করতে বাধা পাচ্ছি। কয়েকজন ব্যক্তির জন্য কাজে অসুবিধা হচ্ছে। বিষয়টি উচ্চ-নেতৃত্বকে জানিয়েছেন মোনালিসা। তবে এখনও সমস্যার সুরাহা হয়নি। তাঁর প্রশ্ন, ৪৯ নম্বর ওয়ার্ড কি উত্তর কলকাতার বাইরে? এখানকার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তো কাউন্সিলরকেই জবাব দিতে হবে। এর জন্যই উচ্চ-নেতৃত্বর কাছে যান। একাধিক মিটিংয়ে বারংবার বলেছেন যে একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু কয়েকজনের জন্য সেটা হচ্ছে না। বলে দাবি ৪৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post