এমনিতেই উত্তপ্ত সীমান্ত। সদ্য ২৬ জনের মৃত্যু তে একদিকে যেমন গোটা দেশজুড়ে শোকের ছায়া, তেমনই ক্ষোভ বেড়েছে ভারতীয়দের মনে। এরমধ্যেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান। এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে হুলস্থুল পরে যায়। এইবার বিএসএফ জওয়ান পিকে সাউকে ফেরাতে উদ্যোগী হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, পিকে কে ফিরিয়ে আনতে বিএসএফ ডিজির সঙ্গে কথা বলেছেন। বিএসএফ-সহ সরকারের সমস্ত এজেন্সিগুলি তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়ে তাকে জানিয়েছেন বিএসএফ ডিজি। এমনটাই জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি পঠানকোট যাচ্ছেন বিএসএফ জওয়ানের স্ত্রী। খবর সূত্রের।
পিকে যাতে সন্তর্পনে দেশে ফেরে,তার ব্যবস্থা করছে দেশ। দ্রুত পিকে সাউকে ফিরিয়ে নিয়ে আসা হবে, আশ্বাস মিলছে বিএসএফ ডিজির তরফে। এই মূহুর্তে যেমনটা জানা যাচ্ছে, পিকে সুস্থ পরিস্থিতিতে রয়েছেন। ডিজির সঙ্গে কথা সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, পাকিস্তানের হাতে আটক হয়েছেন হুগলি জেলার বিষড়ার বাসিন্দা পিকে সাউ। খবর, তিনি ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক করেছে পাকিস্তান। জানা যাচ্ছে, সীমান্তে টহল দিতে গিয়েই ভুল করে ওপারে চলে যান। তখন পাক রেঞ্জার্স পুনমকুমার সাউকে আটক করে। তারপরই শোরগোল পড়ে যায়। এদিকে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। দুশ্চিন্তা নেমে এসেছে পরিবারে। কারণ এমনিতেই উত্তপ্ত সীমান্ত। কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে ২৬ জন পর্যটককে খুন করেছে জঙ্গিরা। নৃশংসভাবে খুনের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। শুধু তাই নয়,এই জঙ্গিদের লাগাতার মদত যুগিয়ে আসছে পাকিস্তান। সেটা বুঝতে বাকি নেই ভারতের। এমনকি পাকিস্তানের উপর বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। এই পরিস্থিতিতে বাঙালি জওয়ানকে আটক করলো পাক রেঞ্জার্স। খবর আসছে, পিকের চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান। আর এতেই আতঙ্ক তৈরি হয়েছে পিকের পরিবারে। কারণ ৬ বছর আগের স্মৃতি উস্কে দিচ্ছে। অভিনন্দন বর্তমান। বিমান ভেঙে পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্য়াপ্টেন। অনেক কাঠ খর পুড়িয়ে নতি স্বীকার করে অভিনন্দন কে ফিরিয়ে দেয় পাকিস্তান। তার মতো করে ফিরে আসুক পিকেও। চাইছে পরিবার।
Discussion about this post