শুক্রবার এক বেনজির ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী। দ্বিতীয় দফার নির্বাচনের দিনেই সন্দেশখালিতে আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই, সিআরপিএফ, এনএসজি। সেখান থেকে মেলে বিপুল পরিমাণ অস্ত্র। আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিয়ে হয়েছে স্বচিত্র শেখ শাহাজানের বেশ কিছু পরিচয় পত্র, নথি। প্রেস বিবৃতি দিয়ে সিবিআই জানিয়েছে, তিনটে বিদেশী একটি ভারতীয় রিভলবার, কোল্ড সংস্থার তৈরি পুলিশের ব্যবহার করার একটি রিভলভার, বিদেশে তৈরি একটি পিস্তল, একটি দেশি বন্ধুক, নয় মিলিমিটারের ১২০ টি বুলেট, পয়েন্ট ৪৫ ক্যালিবারের ১২০ টি কারতুজ, পয়েন্ট ৩৮০ কার্তুজ ৫০ টি, পয়েন্ট ৩২ কার্তুজ আটটি। তবে কে এই আবু তালেব মোল্লা ? সূত্রের খবর, বছর ৩০-এর যুবক, আবু তালেব মোল্লার আদি বাড়ি ন্যাজাট থানার বাউনিয়া গ্রামে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই এলাকায় বেশী পরিচিত এই যুবক। টোটো চালাতো রাজবাড়ি থেকে সরবেড়িয়া পর্যন্ত। পাশাপাশি শেখ শাহজাহানের মাছের ভেড়িতে কাজ দেখাশুনা করতো এই যুবক। শাহাজানের গ্রেপ্তার হওয়ার পর থেকেই আচমকা এলাকা থেকে উধাও হয়ে যায় এই আবু তালেব। তারপর থেকে আর এলাকায় দেখা যাচ্ছিল না তাকে। আদালতের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্ত জারি রেখেছে সিবিআই। এর মধ্যেই শুক্রবার সকালে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও সিআরপিএফ জওয়ানরা। সেখানে পৌঁছে চক্ষু চরকগাছ আধিকারিকদের। মেঝে খুঁড়তেই মিলল অস্ত্রের ভাণ্ডার ! দ্রুত এনএসজি কে খবর দেওয়া হয়। তারপর রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালায় তারা। উদ্ধারকৃত বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। ইতিমধ্যে আবু তালেবের স্ত্রী তাসলিমা বিবিকে আটক করেছে সিবিআই । এখন প্রশ্ন, একজন সাধারণ টোটোচালক, সামান্য ভেরি ব্যবসার সঙ্গে যুক্ত, তার বাড়িতে কিভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র থাকতে পারে? তবে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারের হটস্পট সন্দেশখালি? তার উত্তরই খুঁজছেন তদন্তকারীরা।
নিম্নচাপের কারণে গত কয়েক দিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন...
Read more
Discussion about this post