বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলে, আজকাল সিবিআইও ভাববাচ্যে কথা বলে। আমার নামে সিবিআইযের পেশ করা ২৮ পাতার চার্জশিটে কোনও পরিচয় নেই আমার। আমি এমএলএ না এমপি, বা কোথায় বাড়ি, কিংবা কি পরিচয় আমার, নামটুকু ছাড়া কিছুই নেই। ইন্দোর স্টেডিয়াম থেকে হুংকার ছাড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ইন্দোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের তরফে একটি বিশাল সভার আয়োজন করা হয়। ভিড় জমিয়েছিলেন তৃণমূলের বহু নেতা কর্মী সমর্থকেরা। সামনেই বিধানসভা নির্বাচন। বিজেপিকে হারানোর দৃঢ় সংকল্প নিয়ে এগোচ্ছে তৃণমূল। এমনকি আসন্ন নির্বাচনে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি তুলে ধরলেন, সিবিআইয়ের চার্জশিট পেশের প্রসঙ্গ। বিজেপি নেতারা যখন বহু কথা বলছে সিবিআইয়ের চার্জশিট পেশ নিয়ে, তখন কড়াভাবে হুশিয়ারি দিলেন অভিষেক। পাশাপাশি সিবিআই কেও তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের ভরা মঞ্চ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, খবরে দেখাচ্ছে আমার নামে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। কিন্তু ২৮ পাতার চার্জশিটে দু জায়গায় আমার নাম ছাড়া আর কিছু নেই। সিবিআই ভয় পেয়েছে, এটা আমার ভালো লেগেছে। আমি কখনোই কথা পাল্টাই না। এর আগেও বলেছি, আমার বিরুদ্ধে কোনও দূর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো।
তিনি বলেন, ২০২০ সালে আমি বলেছিলাম আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে যদি কোনও ভুল হয়, দূর্নীতি হয়, আমার নাম করে কেউ দশ পয়সা তোলে আর সেটি প্রমাণ করতে পারলে কোনও চার্জশিট লাগবে না। আমি নিজে আত্মসমর্পণ করব। কি বলেছেন অভিষেক শুনুন..
তৃণমূলের যুবরাজের এই বক্তব্যের পর সরগরম রাজ্যের রাজনীতি। এখন দেখার, অভিষেকের বক্তব্যের পাল্টা হুঙ্কার কিভাবে আসে।
Discussion about this post