ভোটের মধ্যেই আচমকাই ইউনিট প্রতি দাম বৃদ্ধি হল বিদ্যুতের। খবর চাউর হতেই মাথায় হাত আম জনতার। শহর ও শহরতলির বাইরে পুরোটাই বিদ্যুতের পরিষেবা দেয় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। যদিও এ বিষয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ও বেসরকারি সংস্থা সিইএসসি-র তরফে জানানো হয়েছে কোনওরূপ বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। বরং কমানো হয়েছে স্ল্যাব।
বিদ্যুতের ক্ষেত্রে স্থায়ী চার্চ ও মিনিমাম চার্চের ক্ষেত্রে কোনও কিছুই পরিবর্তন করা হয়নি। পাশাপাশি গ্রামীণ এলাকাতে বিদ্যুতের বিদ্যুৎ মূল্য আলাদা করে বাড়েনি বলে জানিয়েছে এ বিষয় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। ইউনিট প্রতি গড় রাখা হয়েছে ৭ টাকা ১২ পয়সা। অন্যদিকে, গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য ৩০০ ইউনিটের স্ল্যাব বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগে ছিল ইউনিট প্রতি ৭ টাকা ৪৩ পয়সা, বর্তমানে তা বেড়ে হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। যার ফলে গ্রামীণ এলাকায় কমার্শিয়াল ট্যারিফ বাবদ ইউনিট অতিরিক্ত ২ পয়সা করে দিতে হবে গ্রাহকদের। তবে এ বিষয়, রাজ্য বিদ্যুৎ পর্যদের সাধারণ সম্পাদক সুমলাংশু ত্রিপাঠি জানিয়েছেন, লোকসভা ভোট শুরু হয়েছে। একই মাঝে কিছু অসাধু মানুষ রাজ্য সরকার ও রাজ্যুৎ বন্টন সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ। বর্তমানে নতুন যে ট্যারিফ চ্যাট তৈরি হয়েছে তাতে কোনো স্ল্যাবের মূল্য বৃদ্ধি পরিবর্তনের কথাই নেই । এমনকি কোনও চার্চ বৃদ্ধি হয়নি। ভুয়ো খবর রটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পাকিস্তানের বর্বরতা ও সীমান্তের ওপারে ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বেলুড় মঠের সেক্রেটারি সুবিরানন্দজী মহারাজের। তার মতে, যেসব দেশ ভারতকে আঘাত...
Read more
Discussion about this post