‘বাংলায় ৩০ টি আসন মোদিজির ঝুলিতে যাবে। এতেই বাংলার সরকার বিদায় হয়ে যাবে’। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা থেকে তৃণমূলকে কড়া নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি হানা নিয়ে শাহ বলেন, ‘তৃণমূলের নেতাদের বাড়িতে রেড করে ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু শুভেন্দুর বাড়ি থেকে চার আনাও পায়নি। বাংলার পুলিশকে বিজেপি ভয় পায় না’। শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা নিয়ে বাংলায় এসে কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, “শুভেন্দুর উপর অত্যাচার যত করবেন, বিজেপি ততই তাঁকে বড় নেতা বানাবে।” জোর গলায় হুঙ্কার দেন, “পুলিশ শুভেন্দুর বাড়িতে তল্লাশি করে কিছু পায়নি। মমতা দিদি পুলিশের অবব্যবহার বন্ধ করুন, না হলে বাংলার মানুষ ২-৪ টি আসনও দেবে না। মেদিনীপুর থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি ।” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশে অমিত শাহের কটাক্ষ, “আরে মমতা দিদি, আমরা বিজেপির লোকজন আপনার পুলিশকে ভয় পাই না। আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে ৫১ কোটি টাকা মেলে। আর শুভেন্দুদার বাড়িতে রেড হয়েছে। চারও আনাও পাননি।’’ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, “তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই পুলিশের অপব্যবহার করছে।”
Discussion about this post