সামনেই ভোট সপ্তমী। এদিকে কে কত আসন পেতে পারে তা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। কার্যত নানা মুণির নানা মত। তবে একদিকে যেমন আসন বৃদ্ধি নিয়ে বিরাট আশার কথা শোনাচ্ছে বিজেপি। তেমনি অন্তত একটি হলেও আসন বাড়তে পারে তৃণমূলের, এমনটা বলছেন তৃণমূলের একাংশ। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার আগে থেকেই একে একে আসতে চলেছে নানান ভবিষ্যদ্বাণী। যদিও এবার রাজ্যে আরও চওড়া থাবা বসাতে মরিয়া বিজেপি। আর এই ব্যাপারে তারা যে সফল হবে তা একপ্রকার নিশ্চিত কেন্দ্রের বিজেপি সরকার।
তাই ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার আগেই রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই বড় ঘোষণা করে ফেলে ফেলেছে বিজেপি।অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলও একশো শতাংশ নিশ্চিত এবার রাজ্যে তাদের আসন সংখ্যা একটি হলেও বাড়তে চলেছে। এবার নিজের মতামত জানিয়ে কার্যত অংক কষে ভোটের ফলাফল জানালেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন দেবাংশু নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পিকের কথা ভুলে যান আমি করছি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎবাণী। ২০১৯ সালে টিএমসি পেয়েছিল ২২টি আর বিজেপি পেয়েছিল ১৮টি আসন।
এবার ২০২৪ সালে তৃণমূলের ট্যালি শুরু হবে ২৩ থেকে বিজেপির ট্যালি শুরু হবে ১৭র নীচের দিকে। এটা বলা যাবে না যে দুটি পার্টির এই হিসেব কোথায় গিয়ে শেষ হবে। আমি যদি এটা পরিষ্কার ভাবে বলি তাহলে বলতে হবে, তৃণমূলের কমপক্ষে আসন হবে ২৩টি আর বিজেপির সর্বোচ্চ আসন হবে ১৭টি।’
Discussion about this post