রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ম্যানগ্রোভ কেটে চর বিক্রির অভিযোগ। কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকার ঘটনা। অভিযোগ ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে বসত বাড়ি তৈরির কাজ। আবারও দুর্নীতির অভিযোগ। ম্যানগ্রোভ কেটে চর বিক্রির অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে বসত বাড়ি তৈরির কাজ। জায়গা দখল করে বাড়ি তৈরির জন্য রাজ্যের শাসকদলকে দিতে হচ্ছে চল্লিশ থেকে ৬০ হাজার টাকা। জায়গায় জায়গায় মাটি ফেলে ফেলে গড়ে তোলা হচ্ছে কলোনি। কলোনির বাসিন্দারা অধিকাংশই মৎস্যজীবীর পরিবার। অসহায় মানুষদের নদীর চরে থাকতে দিয়ে যে টাকা নেওয়া হচ্ছে তার বদলে দেওয়া হচ্ছে খাজনার রশিদ। কিন্তু কি ভাবে? নদীর চর বিক্রি করে কি ভাবে খাজনার রশিদ?
সুযোগ পেয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। আগামীদিনে গোটা সুন্দরবন তথা হুগলি নদীটাই বিক্রি করে দেবে না তো তৃণমূল ব্যাঙ্গাত্মক প্রশ্ন তুলছেন তারা । তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক দালাল চক্রের বিরুদ্ধে। দাবি তুলছেন বিরোধীরা।
এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে শোরগোল। রাজ্যের শাসকদলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে কিছুই জানা নেই। তবে অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে। এই বলে দায় সারছে তৃণমূল।
Discussion about this post