দেশে এবং বিদেশে বিরাট রোহিতরা টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর থেকেই, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা বার বার বলে আসছিলেন যে, এই ব্যর্থতার একমাত্র কারণ, নিজেদেরকে স্টার ক্রিকেটার ভেবে নিয়ে, ঘরোয়া ক্রিকেট থেকে দুরে থাকা। বিসিসিআই এর উচিত প্রত্যেক সিনিয়র ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা। এবার ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়াতে জঘন্যভাবে সিরিজ হারের পর, কোচের নির্দেশ মেনে ১২ বছর পর রঞ্জি খেলবেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। রঞ্জি খেলবেন রোহিত শর্মাও। ভারতের তারকা ক্রিকেটারেরা অনেক দিনই রঞ্জি থেকে দূরে। তাঁদের আবার ঘরোয়া ক্রিকেটে ফেরাতে চাইছেন গম্ভীর। কিন্তু তিনি নিজে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ক’টি রঞ্জি খেলেছিলেন?
ভারতীয় ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে ফেলার পর আর সে ভাবে রঞ্জি খেলেননি। না খেলার কারণ হিসাবে কখনও উঠে এসেছে চোট পাওয়ার আশঙ্কা, কখনও ক্লান্তি, কখনও একই সময়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থাকা। কিন্তু গম্ভীর এখন বার বার জোর দিচ্ছেন ঘরোয়া ক্রিকেট খেলার দিকে। তিনি নিজে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মাঝেও রঞ্জি খেলতেন। যে কারণে এখনকার ক্রিকেটারদের তিনি বার বার মনে করিয়ে দিচ্ছেন ঘরোয়া ক্রিকেট খেলার কথা। তিনি মনে করেন ঘরোয়া ক্রিকেট না খেললে সফলতা ধরে রাখা কঠিন, সে যত বড়ই ক্রিকেটার হোক না কেন। এখন দেখা যাক গুরু গম্ভীর কতগুলি রঞ্জি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে গম্ভীরের অভিষেক হয় ২০০৩ সালে।
দেশের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি এক দিনের ক্রিকেট এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০১৬ সালে। এই ১৩ বছরের মধ্যে রঞ্জিতে ৪৪টি ম্যাচ খেলেছিলেন গম্ভীর। অর্থাৎ, বছরে গড়ে প্রায় চারটি করে রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। যে সংখ্যক দিন তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন, তার ৩৭.১৩ শতাংশ দিন খেলেছিলেন রঞ্জিতে। যা ভারতের তারকা ক্রিকেটারদের মধ্যে খুব একটা দেখা যায় না। এবার দেখে নেওয়া যাক অধিনায়ক রোহিত কতগুলি রঞ্জি খেলেছেন। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রোহিত শর্মা। ১৮ বছরে তিনি ৬৭টি টেস্ট, ২৬৫টি এক দিনের ম্যাচ এবং ১৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। এই সময়ের মধ্যে রঞ্জিতে ৩৬টি ম্যাচ খেলেছেন রোহিত। অর্থাৎ, গড়ে প্রতি বছর দু’টি করে রঞ্জি ম্যাচ খেলেছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে যত দিন খেলেছেন, তার ১৮.৯৭ দিন রঞ্জি খেলেছেন।এবার আসি কিং কোহলি কতগুলি রঞ্জি খেলেছেন সে বিষয়ে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। ১৭ বছর ধরে দেশের হয়ে খেলছেন। নেতৃত্বও দিয়েছেন। ১২৩টি টেস্ট, ২৯৫টি এক দিনের ম্যাচ এবং ১২৫টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু এই ১৭ বছরে মাত্র ১২টি রঞ্জি ম্যাচ খেলেছেন তিনি। বিরাট গড়ে বছরে একটি রঞ্জিও খেলেননি। যত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তার মধ্যে মাত্র ৪.৬৩ শতাংশ দিন তিন রঞ্জি খেলেছেন।
গম্ভীর ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলার পর, প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি প্রশ্ন তুলেছিলেন বিরাটদের চোট পাওয়ার আশঙ্কা নিয়ে। প্রাক্তন নির্বাচক তবলেছিলেন, “আমার মনে হয় না নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার দরকার আছে। আমাদের সময় এত বেশি ম্যাচ ছিল না। কিন্তু এখন প্রচুর ম্যাচ খেলতে হয়। সেই সঙ্গে যদি ঘরোয়া ক্রিকেটও খেলতে হয়, তা হলে ক্রিকেটারদের চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেটা ঠিক হবে না।” কিন্তু গুরু গম্ভীর নিজের উদাহরণ দিয়ে তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করছেন। যার সুফল হয়তো পাবে ভারতের ক্রিকেট এবং বিরাট রোহিতরা।
Discussion about this post