এবার বড় পর্দায় আসছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক।বাংলা সাহিত্যে,স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তার লেখা আজও প্রাসঙ্গিক।তার লেখা কবিতা,বা গানের কলিতে স্থান পেয়েছে স্বাধীনতা,মানবতা,প্রেম ও বিপ্লব।তার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা হয়।এবার বড় পর্দায় কবির জীবনী ফুটিয়ে তুলতে চলেছে পরিচালক আব্দুল আলিম।
কাজী নজরুল ইসলামের চরিত্রে দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে।৮/১২’ খ্যাত অভিনেতা কিঞ্জল এর কাছে নিঃসন্দেহে এ এক বড় অভিজ্ঞতা।কাজী নজরুল ইসলামের চরিত্রে তাকে দেখতে
উচ্ছ্বসিত অনুরাগীরা।ছবিতে কাজী নজরুল ইসলামের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে।
নজরুলের বায়োপিকে থাকছে একাধিক ঐতিহাসিক চরিত্র।সেই চরিত্র গুলিতে কাদের দেখা যাবে সেই নিয়েও আগ্রহ দর্শকের মনে।নজরুলের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে অত্যন্ত খুশি কিঞ্জল।কিঞ্জল নন্দ জানিয়েছেন, ‘শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে।’
পর্দায় কবির কাজী নজরুলের চরিত্র ফুটিয়ে তুলতে পড়াশোনা করতে হচ্ছে কিঞ্জলকে।বিদ্রোহী কবির জীবন সম্বন্ধে জানতে সেই সময়কার সমস্ত ঘটনা জানতে হচ্ছে।বিদ্রোহী কবিকে চেনা অতটা সহজ নয়।তাই এখন মনোযোগ দিয়ে সেই কাজেই লেগে পরে রয়েছেন অভিনেতা।আর দর্শক ছবি মুক্তির অপেক্ষায়।
Discussion about this post