গোটা দেশজুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। এবারেও ঘাটাল থেকে তৃণমূলে প্রার্থী হয়েছেন দেব। বাংলার রাজনীতিতে কুকথার রাজনীতি থাকলেও দেব অবশ্য এসব থেকে দূরে। কিন্তু সম্প্রতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তী সম্পর্কে ‘গদ্দার’ বলতে শোনা যায়। অন্যদিকে, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর সম্পর্কে দেবকে বলতে শোনা গেল, প্রয়োজনে মিঠুনদাকে আমার কিডনি দিয়ে দিতে পারি।
টনিক ছবিতে দেবের সঙ্গে অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেবের সঙ্গে প্রজাপতি ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবকে রেপিড ফায়ারে জিজ্ঞেস করা হয়, পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি মিঠুন চক্রবর্তী? তাতে দেব উত্তর দেন, একজনের নাম নিলে আর একজন আমাকে মারবে। তারপরেই দেব বলেন, মিঠুনদা আমার বাবার মতো আর পরাণদা আমার দাদুর মতো। তিনি আরও জানান, মিঠুনদার শরীর খারাপ হলে যদি কিডনি লাগে, আমি দিয়ে দিতে পারি। এমনকি, পরাণদা যদি অসুস্থ হয়ে পড়েন, রক্ত লাগে, আমি আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে দিতে পারি। এর চেয়ে আর বেশি ভালো করে এদের দুজনের সঙ্গে আমার সম্পর্ক ব্যাখা করতে পারবো না।
অন্যদিকে সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমার এই শব্দগুলিতে আপত্তি রয়েছে। দিদির পাশাপাশি মোদির ‘দিদি ও দিদি’ ফুটেজটাও রাখা হোক। এই ইভটিজিংটা গোটা দেশ জুড়ে চলছে। সে দিদি হোক বা দাদা। এগুলি যাঁরাই বলছেন হাজার হাজার মানুষ তাঁদের কথা শুনছেন। এই শব্দগুলি না ব্যবহার করাই ভালো বলে জানান দেব।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর উদ্বোধন চলছে জোড়কদমে। মহালয়ার দিন থেকেই টলিপাড়ার নায়িকারা পৌঁছচ্ছেন বিভিন্ন প্যান্ডেলে উদ্বোধনের জন্য। চতুর্থীর দিন...
Read more
Discussion about this post