ভোটের মাঝেই জোর ধাক্কা তৃণমূলে। অর্জুনের পর এবার ‘দলবদলু’ আরো এক তৃণমূল কাউন্সিলর। এই লোকসভায় বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে একটি হল ব্যারাকপুর কেন্দ্র। মুখোমুখি সংঘর্ষ হতে চলেছে পার্থ ভৌমিক, অর্জুন সিংহের। তবে এরই মধ্যে কিছুটা বাড়তি বিড়ম্বনায় বঙ্গ শাসকদল। লোকসভা নির্বাচনের ঠিক আগে আগেই কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, ভাটাপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত থেকে গেরুয়া ঝান্ডা হাতে তুলে নেন সত্যেন। পদ্মফুলে পা রেখেই তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে ‘চোর, লম্পট’ বলে কটাক্ষ করলেন কাউন্সিলর সত্যেন রায়। কাউন্সিলরের অভিযোগ, মঙ্গলবার তাকে, তার ছেলে শানু রায়কে দলীয় কার্যালয়ে মারধর করে তৃণমূল কর্মী দেবরাজ ঘোষ ওরফে পিন্টু। হুমকিও দিচ্ছে ক্রমাগত। এই ঘটনায় দল তার পাশে না থাকলেও পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এরপরই অর্জুনকে সমর্থন জানাতে তৃণমূল ছাড়েন কাউন্সিলর সত্যেন রায়।
Discussion about this post