ভারতের অপারেশন সিঁদুরের মাধ্যমে যেভাবে পাকিস্তানী জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা তাতে আতঙ্কিত পাকিস্তান। তবে এখন জল্পনা তৈরি হয়েছে এই অপারেশন সিঁদুর এর পর কি ভারতের নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার সুযোগ এসে গিয়েছে? অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকেই ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার সময় আসন্ন?
এই প্রশ্নগুলির গভীরতা বুঝতে গেলে ফিরে যেতে হবে ৫ আগস্ট ২০১৯ এ। যে সময় কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা এর জন্য আমাদের জীবনের ঝুঁকি নেব।”
সেই সময় সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন শুনুন,,,
কিন্তু সেই সময় ভারতের তরফে এই পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে নিয়ে যে সম্মেলন করেছে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছিল, কিভাবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের ভাগে যেতে পারে? কিন্তু এই প্রশ্নের জবাবে ভারত সরকার জানিয়েছিল, জিজ্ঞাসা করবেন না শুধুমাত্র একটু অপেক্ষা করুন। শুধু এরপর থেকে যা যা হবে তাতে পাশে থাকুন ভরসা দিন। কারণ স্বরাষ্ট্র মন্ত্রকে তরফ থেকে বারংবার বলা হচ্ছে পাক অতিকৃত কাশ্মীরের জন্য জীবন বাজি রাখতে রাজি তারা।
আর এবার পাহেলগাঁও সন্ত্রাসী হামলার বদলা নিতে যখন অপারেশন সিঁদুর শুরু করেছে ভারত এবং একটি সফল হামলাও করেছে পাকিস্তানের বিরুদ্ধে তখন আবারো যেন সেই জল্পনা কিছুটা উস্কে গিয়েছে এবং মনে করা হচ্ছে তবে কি এবার পাক অধিকৃত কাশ্মীর কে ভারতের সঙ্গে জোড়ার সঠিক সময় এসে গিয়েছে! তবে কি পূর্ববর্তী সরকারের কাশ্মীর নিয়ে করা ভুল সিদ্ধান্তকে শোধরানোর সময় এসে গিয়েছে।
উল্লেখ্য কাশ্মীরের রাজা হরি সিং যিনি ভারতকে গোটা কাশ্মীর দিয়েছিলেন এবার কি সেই কাশ্মীরে নিজের অধিকার বুঝে নেওয়ার সময় এসে গিয়েছে ভারতের। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক চাল পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের সঙ্গে জোড়ার জন্য যথেষ্ট পাশাপাশি ভারতের কাছে যে সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে তাতেও এখন ভারত তার অধিকার ছিনিয়ে নিতে লড়াইয়ের ময়দানে নামতেই পারে। আর সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুর যেন প্রমাণ করে দিল যে ভারত এবার পিওকে তে নিজের অধিকার স্থাপন করতে প্রস্তুত।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলায় ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার কঠোর বদলা। ভারতের প্রত্যাঘাত, পাকিস্তান-পাক অধিকৃত কাশ্মীরে পরপর জঙ্গি ঘাঁটি ধ্বংস করল দেশ। মঙ্গলবার মধ্যরাতে যখন গোটা ভারতবাসী গভীর নিদ্রায় আছন্ন তখনই পাকিস্তানের বিরুদ্ধে চরম আঘাত হানল ভারত। পহেলগাঁওয়ের নৃশংস ঘটনায় সিঁদুরের বদলা নিতেই ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরু। রাতের অন্ধকারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত। মধ্যরাতে মাত্র ২৫ মিনিটের অপারেশন, জইশ,লস্কর,হিজবুলের ৯ ঘাঁটি ধ্বংস করল ভারত। ভারতের প্রত্যাঘাত, মুম্বই হামলার চক্রী মাসুদ আজহারের পরিবার নিকেশ। মাসুদ আজহারের পরিবারের ১৪জন নিহত হয়েছে বলে খবর সূত্রের।
অর্থাৎ বলা যায় ভারতের অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাতের পর এবার আসন্ন অপারেশন POK!
Discussion about this post