অত্যাধিক মানুষিক চাপ, অনিয়মিত খাওয়া দাওয়া, অনিয়মিত জীবন যাপন,অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস ও দূষণের কারণে চুলের ১২টা বেজে যায়। তার সাথে রয়েছে খুশকির সমস্যা। এই খুশকির সমস্যা দূর করতে আমরা কত কিনা করি। অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু থেকে শুরু করে, নাকি নাকি ব্র্যান্ডের তেল, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করি। কিন্তু তাতেও খুশকির সমস্যার সমাধান হয়না। তবে এ সমস্যার সমাধান করতে সিদ্ধহস্ত লবঙ্গ !
মুখের দুর্গন্ধ থেকে শুরু করে , দাঁতের যন্ত্রণা যেমন রাতারাতি সারিয়ে তোলে , তেমনি খুশকি দূর করতে এর বিকল্প নেই। লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান।যা মাথার ত্বকের পি এইচের সমতা রক্ষা করে।
ঘরোয়া পদ্ধতিতে তেলের সাথে এটিকে ব্যবহার করতে পারেন।বাড়িতে লবঙ্গ মিশ্রিত তেল ব্যবহার করে খুশকি পড়ার থেকে চির মুক্তি পেতে পারেন।
কিভাবে তৈরি করবেন এই তেল, এবং ব্যবহার করবেন কিভাবে?
প্রথমে লবঙ্গের জল বানিয়ে নিন। প্রথম জল গরম বসান। লবঙ্গ সহ জলটিকে ভাল করে ফুটিয়ে নিন। তারপর লবঙ্গের জল তৈরি করে রেখে দিন। এবার ৩-৪ চামচ লবঙ্গের জল এবং ২ চামচ রিঠা গুড় একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। এই অবস্থায় ৫ মিনিট রাখুন। তারপর হালকা উষ্ণ জল দিয়ে চুল ধুয়ে নিন। রিঠার সঙ্গে লবঙ্গের জল ব্যবহার করলে, এটি চুলে শ্যাম্পুর কাজ করে।
চুলের ফ্রিজিনেস কমাতে লবঙ্গের জলের সাথে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। ২-৩ চামচ লবঙ্গের সঙ্গে ১-২ চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে ১০ মিনিট মাখিয়ে রাখুন। তারপর নরমাল জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই উপায়ে আপনি চুলে লবঙ্গের জল ব্যবহার করতে পারেন।
Discussion about this post