ভোট বঙ্গে দলবদলের খেলা নতুন নয়। তবে, এ যেন উলটপুরাণ ! জেলায় জেলায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে অথবা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজনৈতিক নেতা-কর্মীরা তখন পুরুলিয়ায় ধরা পড়ল অন্য ছবি। গেরুয়া শিবির ছেড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগ দিলেন বহু নেতা-কর্মীরা। শুধু যে গেরুয়া শিবির তা নয়। সিংহ -দলে যোগ দিলেন তৃণমূলেরও প্রচুর নেতারা। সবমিলিয়ে শতাধিক নেতা-কর্মীরা এদিন যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে।
বুধবার জনতা পার্টির প্রার্থী ধীরেন রজকও যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে। এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। ভোট আবহে এই দল বদল যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে রাজনৈতিক দলগুলিকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধীরেন রজক বলেন, ‘আমি উপলব্ধি করলাম, নেতাজির অনুগামী হওয়া একান্ত প্রয়োজন’।
প্রসঙ্গত, ষষ্ঠ দফায় ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে পঞ্চম দফা থেকে। বাংলায় শেষ দু’দফায় কমিশনের প্রস্তাবিত বাহিনীর থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। পঞ্চম দফার পর ষষ্ঠ দফায় তা আরও বাড়বে। সপ্তম তথা শেষ দফায় আরও বৃদ্ধি করা হবে বাহিনী। ঝাড়গ্রামে থাকছে বিশেষ নজর। সেখানে প্রতি বুথে থাকবেন আট জন করে জওয়ান। তার আগে আচমকা এই উল্টো হাওয়াতে চাঞ্চল্য পুরুলিয়ার রাজনৈতিক মহলে। মনে করা হচ্ছে, এর ফলে বেশ খানিকটা শক্তি সঞ্চয় করল ফরওয়ার্ড ব্লক।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post