এবার শুভেন্দু-সুকান্তদের ধাঁচেই বাংলায় সরকার ফেলার হুমকি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্য শাহী ভাষণে তেমনই ইঙ্গিত। অমিত শাহের দাবি, প্রথম ৪ দফায় যা ভোট হয়েছে তাতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি। এখন লড়াই শুধু ৪০০ আসন পাওয়ার। মঙ্গলবার বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলায় বিজেপি ৩০ আসন পেলেই মমতার সময় শেষ। মমতা দিদি আপনার সময় শেষ হয়ে আসছে। বাংলায় বিজেপি ৩০ আসন পেলেই আপনার সময় শেষ হয়ে যাবে।
এখানেও মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে চলেছে।” শাহের দাবি, “এখানে সিন্ডিকেট রাজ চলছে, ভাইপোর গুন্ডাদের রাজত্ব চলছে, কাটমানির রাজ চলছে, অনুপ্রবেশকারীদের রাজত্ব চলছে। এসব মমতা দিদি থামাতে পারবে না। এসব শুধু মোদিজির নেতৃত্বে বিজেপি রুখতে পারবে।” পাশাপাশি ইভিএম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ মমতা দিদি অভিযোগ করছেন, ইভিএমে গড়বড় হচ্ছে। দিদি আপনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তখনও এই ইভিএমই ছিল। আজ যখন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করতে চাইছে, তখন ইভিএমের উপর দোষারোপ করছেন। মানুষ সব বোঝে।”
Discussion about this post