বুধবার সংকল্প পত্র প্রকাশ করলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। এই সংকল্প পত্রে বিশেষ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থীI
১. শিক্ষা ব্যবস্থায় নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ও আদিবাসী উধ্যোষিত এলাকায় এসি/এসটি ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ আবাসিক কেন্দ্রীয় বিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হবে।
২. স্বাস্থ্য ব্যবস্থায় লোকসভা কেন্দ্রের প্রতিটি হাসপাতালে MRI, BURN UNIT, এছাড়াও অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতির বসিয়ে সরকারি হাসপাতাল গুলোতে উন্নত মানের পরিষেবা প্রদানের ব্যবস্থাপনা করা হবে।
৩. ঝাড়গ্রাম লোকসভায় সেরকম কোন শিল্প বা কর্মস্থানে নেই। সেই সমস্ত বিষয়গুলো জোর দেখা হবে কর্মসংস্থান গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে।
৪. রেল ব্যবস্থাপনায় নতুন রেল প্রকল্পের জন্য দিল্লিতে সাভার ও উদ্যোগ নেওয়া হবে। লোকসভা এলাকায় দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ। ঝাড়গ্রাম কদমকানন রেলগেটের ওভার ব্রিজ তৈরির পরিপ্রিয়া দ্রুততা করা।
৫. লোকসভায় অবস্থিত জঙ্গল প্রতিটি গ্রামের হাতির উপদ্রব রুখতে রাজ্য সরকারের দুর্নীতির শিকার ময়ূর ঝর্না হাতির রিজার্ভ প্রজেক্টকে বাস্তবায়িত করার মাধ্যমে জঙ্গলমহলকে রক্ষা করা হবে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রধান ঐতিহ্য হলো শাল মহুয়ার জঙ্গল। জঙ্গল রক্ষা করা হবে বৃক্ষরোপণ করা হবে পরিবেশ বান্দব্য পরিবেশ নির্মাণ করার অন্যতম লক্ষ্য থাকবে।
উল্লেখ্য, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের চাকরি থেকে সদ্য ইস্তফা দেওয়া প্রণত টুডুকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। জনজাতি সংরক্ষিত ঝাড়গ্রাম আসনে এবার সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনকে প্রার্থী করেছে তৃণমূল।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post