কংগ্রেসের জোট একটা চোখে পড়েছিল বটে। সঙ্গে ছিল সেই জোটের জটও। এবার মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারে বামফ্রন্টের উত্তরীয় গলায় নিয়ে মিছিলে মোহাম্মদ সেলিমের সঙ্গে পা মেলাতে দেখা গেল দিল্লিতে তৃণমূল, বাম, কংগ্রেসের ইন্ডি জোট থাকলেও বঙ্গে একাই লড়ছে তৃণমূল কংগ্রেস। অবশ্য লোকসভা নির্বাচনের আগে বঙ্গে বাম অধীর রঞ্জন চৌধুরীকে। ঘটনাটি বৃহস্পতিবারের। ভোট শুরুর আগে বাংলায় দারুণ সৌজন্যর ছবি ক্যামেরাবন্দি হলো। এক ফ্রেমে ধরা পড়লেন অধীর-সেলিম। জঙ্গিপুর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও সিপিএম প্রার্থী মনোনয়ন জমা দিলেন বহরমপুরে।বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দেন। দুই পক্ষের তরফে বিরাট মিছিল করা হয়। আর এই মিছিলেই একসঙ্গে হাঁটতে দেখা যায় সেলিম ও অধীরকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি সেলিমের মনোনয়ন পর্বে থাকবেন। এদিকে অধীরের গলায় সিপিআইএমের উত্তরীয় থাকলেও অধীরের গলায় হাত উত্তরীও ছিল না। এখন দেখার ভোট বাক্সে এই জোট কতটা প্রভাব ফেলতে পারে।
Discussion about this post