লোকসভা নির্বাচন চলাকালীন এই নিয়ে তৃতীয় বার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী। এদিন বামনেতা জানান, ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ন বিষয়ে নিয়ে এসেছিলাম। সেটা হল আইন শৃঙ্খলা পরিস্থিতি। সমাজ বিরোধী এবং স্বশস্ত্র দুষ্কৃতী দের জোড়াও করছে শাসক দল। একটা অংশের পুলিশ আধিকারিক এবং নির্বাচনী আধিকারিক যুক্ত আছেন।
বিষ্ণুপুর,ঝাড়গ্রাম এবং তমলুক রয়েছে। আমরা অন্তর রাজ্য সীমানা সিল করতে বলেছি। বহিরাগতদের যাতে অনুপ্রবেশ না হয়। ডায়মন্ড হারবার থেকে ভোট লুট করতে যাবে তৃণমূলের গুন্ডা বাহিনী। নদী পথ সিল করে দেওয়ার দাবি জানিয়েছি আমরা। ষষ্ঠ এবং সপ্তম দফায় জন্য দুজন প্রার্থী উপরে হামলা করেছে তৃণমূল। সম্প্রতি প্রচারে বেরিয়ে হামলার মুখোমুখি হতে হয়েছিল যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। সেই প্রসঙ্গে শমীক লাহিড়ী বলেন, সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য উপরে হামলা করা হয়েছে। পুলিশ কি করছিল।
পাটুলি থানার ওসি ক্যান্সার আক্রান্ত রোগী কে ১০৭ ধারায় কেস দিয়ে থানায় ডেকে পাঠাচ্ছে। এদেরকে নিয়ে ভোট হবে। রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী দের হামলা। আমরা বলছি আপনি প্রার্থীকে রক্ষা করতে পারছেন না। আপনারা ভোটার কে কি ভাবে রক্ষা করবেন। তারা শুধু ভোট কেন্দ্র নিরাপত্তা দিচ্ছে। কিন্তু রুট মার্চ করানো হচ্ছে না।
Discussion about this post