লোকসভা ভোটের ঠিক আছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্যতম ‘পুরনো সৈনিক’দের মধ্যে একজন ছিলেন তিনি। তবে সেই সম্পর্কে ছেদ পড়েছে। বর্তমানে তিনি বিজেপির অংশ। উত্তর কলকাতা থেকে তাঁকে দাঁড় করিয়েছে পদ্ম শিবির। এবার সেই তাপসই ভোটের ঠিক মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন। গত ২৩ মে মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে এসে তাপসের বিজেপি যোগদানের প্রসঙ্গ টেনে বলেছিলেন, পালালেন কেন? ইডি-র ভয়ে? এপ্রসঙ্গে তাপস এ দিন পাল্টা বলেন, ‘‘আমার বাড়িতে ইডি-র তল্লাশির পরে আমি বিজেপিতে যোগ দিইনি। আমি ৫২ দিন সময় নিয়েছিলাম। তার পরেও যখন দলের তরফে কোনও বিবৃতি পেলাম না অথচ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জলদস্যু শেখ শাহজাহানের পক্ষ নিলেন, সে দিন আমি ঠিক করলাম, আর এই দল করব না। সবাইকে নিজের মতো ভাববেন না। আপনি কত বার ইউপিএ-তে থেকে এনডিএ-এর সঙ্গে আর এনডিএ-তে থেকে ইউপিএ-র সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন, সেটা সবাই জানে!’’ এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে বলেন, ‘‘উনি স্বাধীনতা সংগ্রাম করে জেলে যাননি I ওঁর দুর্নীতির ইতিহাস আছে। সেই ৫০ বছর আগে ভুষি কেলেঙ্কারি দিয়ে শুরু করেছিলেন, রোজভ্যালি দিয়ে শেষ করেছেন!’’
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post