শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিন সকাল থেকেই সাধারণ মানুষ ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। জলপাইগুড়ির মালবাজার শহরে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৩। এর মধ্যে দশটি মহিলা পরিচালিত মডেল বুথ। মাল আদর্শ বিদ্যাভবনে ৪টি, সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে ২টি, উদীচি কমিউনিটি হলে ২টি, মালবাজার এবং প্রাথমিক বিদ্যালয়ে ২টি মহিলা পরিচালিত মডেল বুথও রয়েছে। যার মধ্যে উদীচি কমিউনিটি হলের ১২২ নাম্বার বুথ মাল ব্লকের ‘মডেল থিম বুথ’। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন প্রতি ব্লকে প্রশাসন একটি করে মডেল থিম বুথ তৈরি করেছে। মাল বাজারে মডেল বুথের থিম “টু এনকারেজ টুডে’স ইউথ ফর ভোটিং”। জলপাইগুড়ি নির্বাচনী দফতরের কাল্পনিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর “তিস্তা”। ভোট কেন্দ্রের প্রবেশ পথে সকলকে স্বাগত জানাচ্ছে। ভোট কেন্দ্রের ভিতরেও রয়েছে বিশেষ ব্যবস্থা। ভেতরে ঢুকে বাঁদিকে রয়েছে হেল্প ডেস্ক। সঙ্গে বয়স্ক নাগরিকদের বসার ব্যবস্থা রয়েছে। ডানদিকে ক্রেশ। সেখানে জনপ্রিয় কার্টুন চরিত্রের ছবি জ্বলজ্বল করছে। বুথের ভেতরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারের জন্য রয়েছে নির্ধারিত জায়গা। বুথের বাইরে রয়েছে সেলফি পয়েন্ট। মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা শৌচালয়ের ব্যবস্থা।
Discussion about this post