বারুদের স্তুপে সন্দেশখালি। ভোটের মধ্যেই ফের সরগরম শেখ শাহজাহানের গর। শুক্রবার যখন উত্তরবঙ্গে দ্বিতীয় দফার ভোট চলছে সন্দেশখালিতে তখন উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। এরইমধ্যে এনএসজি মাঠে নামতেই নতুন করে শুরু হয়েছে শোরগোল। হ্যাঁ, এনএসজি। ইডি, সিবিআইয়ের পর এবার সন্দেশখালিতে এনএসজি কমান্ডো। যে বাড়িটিতে অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে, সেই বাড়িটি ঘিরে ফেলেছেন আধিকারিকরা। ভেড়ির আশপাশে এলাকাও ঘিরে ফেলা হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে চলছে তল্লাশি। বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও। কিন্তু, কেন সন্দেশখালিতে দেখা গেল এনএসজি কমান্ডোদের? প্রসঙ্গত, এনএসজি-র তিনটি শাখার মধ্যে একটি শাখা ডিটেকশন স্কোয়াড। এই স্কোয়াডের লোকজন আগেই পা রেখেছিল শাহজাহান গড়ে। আজ বিকাল ৪টে নাগাদ আরও জওয়ানদের অত্যাধুনিক অস্ত্রসস্ত্র নিয়ে মাঠে নামতে দেখা যায়। যেসব জায়গা থেকে অষ্টশস্ত্র উদ্ধার হয়েছে সেখানে বিস্ফোরকও রয়েছে বলে খবর। নিরাপদে সেই সব বিস্ফোরক উদ্ধার করেছে এনএসজি। একদিকে যেমন এলাকা খালি করা হচ্ছে এনএসজির তরফ থেকে। অন্যদিকে সরবেরিয়া রাস্তা পুরোপুরি ঘিরে ফেলেছে কমান্ডোরা।
Discussion about this post