১ জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। শেষ মুহূর্তে প্রচার ছাড়ছেন রাম, বাম সবুজ শিবির। সোমবার প্রচারে দেখা গেল সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। যাদবপুরে ফের একবার লাল রঙ গাঢ় করতে ঝাঁপিয়ে পড়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সোমবার চড়া রোদ মাথায় নিয়েই বারুইপুরের উত্তর ভাগ, বৃন্দা খালি পঞ্চায়েত চষে বেড়ালেন সৃজন। টোটোয় চেপে গ্রামে পাড়ায় পাড়ায় গেলেন বামনেতা সৃজন। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও। তাঁদের অভাব-অভিযোগ শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন সৃজন। এরপর সটান চলে গেলেন বাজারে। সেখানেও সারলেন জনসংযোগ। এদিন প্রচারের ফাঁকে সৃজন জানান, বাম কর্মী-সমর্থকরা ছাড়াও তাঁর প্রচারে পা মেলাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এরপরে কংগ্রেসের বড় নেতারা আসবে বলেও জানান তিনি। রাজ্যে বেড়ে চলা দুর্নীতিকে হাতিয়ার পড়ে নির্বাচনী প্রচারে এগোচ্ছে সিপিআইএম প্রার্থী। সৃজনের মতে, ‘যেভাবে রাজ্য সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, তা দেখে যুবসমাজ বামেদের দিকেই ঝুঁকছে’। কখনো টোটো তে করে ভাঙ্গরে প্রচার। কখনো সাইকেলে। আবার কখনও প্রচারে গিয়ে গ্রামবাসীদের থেকে উপহার হিসেবে পেলেন তরমুজ। একাধারে প্রচার চালাচ্ছে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। পয়লা জুন নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বলাই বাহুল্য লোকসভা নির্বাচনের আগে যাদবপুর কে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক-বিরোধীরা।
Discussion about this post