কল্যাণীতে ফের সন্দেশখালি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কল্যাণীর ১৪ নম্বর ওয়ার্ডে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো। এই সভামঞ্চ থেকে সন্দেশখালি ইস্যু নিয়ে ফের একবার বিরোধীদের একহাত নেন। মমতার বলেন, সন্দেশখালিতে মহিলাদেরকে মিথ্যা বলে সাদা কাগজে সই করানো হয়েছে। এই মর্মে বেশ কয়েকজন অভিযোগও করিয়েছে। এই কাজে যাঁরা মদত দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলব।
এদিন মমতার সংযোজন, ‘কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসে ভোট দিলেই চলে যাচ্ছে বিজেপিতে’। ‘সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, মেশিন পরিবর্তন করা হয়েছে’। ‘ইভিএম যেখানে থাকবে সেখানে যেন লাইট অফ করতে না পারে, নজর রাখুন’। ‘ইভিএম যেন বদলাতে না পারে নজর রাখুন, নজর রাখতে হবে পুলিশকেও’। এরপরই সিএএ নিয়ে ফের কেন্দ্রকে হুঙ্কার দিয়ে মমতা বলেন, ‘সিএএ, এনআরসি না চাইলে, বিজেপিকে ভোট নয়’। পৃথিবীর সব থেকে মমতা বিজেপিকে আক্রমণ করে জানান, ভোট এলে সিএএ-র কথা মনে পড়ে। মতুয়া ভোটের কথা মনে পড়ে। ভাগাভাগির রাজনীতি মনে পড়ে। এরা এসসি, এসটি, সব তুলে দেবে। আদিবাসী ও সংখ্যালঘুদের তুলে দেবে। হিন্দুদেরও তুলে দেবে। আসামে এনআরসি হওয়ার সময় ১৯ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়েছিল। এখনও অনেকে জেলে।
Discussion about this post