রাতারাতি ১০০ টাকার নোট বদলে ফেলল নেপাল। এতদিন সে দেশের ১০০ টাকার নোটে ছাপা ছিল গন্ডারের চিত্র, এবার এল একটি মানচিত্রের ছবি। আর যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল ভারতে। কারণ নতুন নোটের মানচিত্রে রয়েছে ভারতের তিনটি এলাকা। গতকাল অর্থাৎ ৩ মে নেপাল সরকার নতুন ১০০ টাকার নোট বাজারে ছেড়েছে। তাতেই দেখা যাচ্ছে লিপুলেখ, লিম্পিয়াধউরা এবং কালাপানিকে নেপালের মানচিত্রে দেখানো হচ্ছে। যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে ভারতে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ জুন নেপাল সরকার তাঁদের নতুন মানচিত্র প্রকাশ করেছিল। সেই মানচিত্রেই লিপুলেখ, লিম্পিয়াধউরা এবং কালাপানি অঞ্চলকে নেপালের অন্তর্গত বলে দাবি করা হয়েছিল। ভারত সরকার প্রায় সঙ্গে সঙ্গেই সেবার নেপালের নতুন মানচিত্রের তীব্র বিরোধীতা করেছিল। এর তিন বছর পর ২০২৩ সালে নেপান সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডের সঙ্গে বৈঠকে এই সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। এবং দুই দেশ এই সীমান্ত বিরোধ মিটিয়ে ফেলার ব্যাপারে একমত হয়। কিন্তু ২০১৪ সালে এসে দেখা যাচ্ছে সীমান্ত বিবাদ তো মেটেনি, বরং এখনও নেপাল ভারতের এই তিনটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে।
উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধউরা কৈলাস মানস সরোবর যাওয়ার পথে পড়ে। এই তিনটি এলাকাই কুমায়ুন হিমালয়ের অংশ এবং নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত। এমনই এক ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য এই তিনটি অঞ্চলের গুরুত্ব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নেপাল কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধউরাকে নিজেদের ভূখণ্ডে বলে দাবি করায় যথেষ্ট চাপে পড়েছিল নয়াদিল্লি। এবার নেপাল সরকার তাঁদের নতুন একশো টাকার নোটের মানচিত্রে এই তিনটি এলাকা অন্তর্ভূক্ত করায় ভারতের চাপ আরও বাড়ল।
Discussion about this post