যুবরাজ সিং ভারতীয় ক্রিকেটে একটি অন্যতম প্রধান চরিত্র । ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে একটি বড় ভূমিকা নিয়েছিলেন তিনি । জনপ্রিয়তার দিক থেকে তিনি অনেক এগিয়ে অন্যদের থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে অ্যাম্বাসেডর ঘোষণা করল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এটাই ছিল প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সে বছর ভারত বিশ্বকাপ জয় করেছিল। ডারবানের মাঠে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছ বলে ছয়টি ছয় মেরে বিশ্বকাপে রেকর্ড করেছিলেন যুবরাজ সিং । আর ৩৬ দিন পরে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ । এই গুরুত্বপূর্ণ ইভেন্টের ৩৬ দিন আগে যুবরাজ সিং কে বিশ্বকাপের অ্যাম্বাসেডর ঘোষণা করা হলো । টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচারমূলক কাজে লাগানো হবে যুবরাজ সিং কে । এমনকি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচের আগেও প্রচারমূলক কাজে দেখা যাবে যুবরাজ সিং কে । ২০০৭এর বিশ্বকাপের আলোচনা হলেই নস্টালজিক হয়ে পড়েন যুবি । এ বছর ২০২৪ এ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে । টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাম্বাসেডর ঘোষণা হওয়ার পর যুবরাজ সিং বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছয় মারার রেকর্ডও রয়েছে । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সংস্করণের অংশ হতে পেরে আমি খুব খুশি । ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এবছর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন । ক্যারিয়ার দ্বীপুঞ্জের দর্শকদের কথা আলাদা করে বলেছেন তিনি । মার্কিনযুক্ত রাষ্ট্রের ক্রিকেটের প্রসার হওয়ায় তিনি যথেষ্ট খুশি। ভারত পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে তিনি বলেছেন, নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান ম্যাচ। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়াম দেখার ও সুযোগ থাকছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post