দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল দুই বোনকে। মে মাসের মাঝা মাঝি সময়ে ঘটনাটি ঘটেছিল। এই হাড়হিম করা খুনের তদন্তে নেমে পুলিশ খুন হওয়া বোনেদের ভগ্নিপতি ও ভাইপো দুজনকে গ্রেফতার করেছিল। তারা এখন ডায়মন্ড হারবার সংশোধনাগারে। তবে খুন হয়ে যাওয়া দুই বোনের অন্যান্য বোন এবং তার পরিবারের দাবি, প্রকৃত দোষীকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তার পরিবার আরো দাবি করে খুন হয়ে যাওয়া দুই বোনের এবং তাদের বাবার যে সমস্ত সম্পত্তি এলাকায় রয়েছে সেই সম্পত্তি জোর করে দখল করেছে স্থানীয় ব্যক্তি গৌর হরি মাল।
সিবিআই তদন্তের দাবিতে অভিযোগকারী প্রশেন মন্ডল প্রকৃত দোষীদের শাস্তির জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চায় তারা। অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রাক্তন তৃণমূল সভাপতি গৌর হরি মাল দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। খুন হয়ে যাওয়া বোনেদের বাবা বেঁচে থাকতে তিনি এই জায়গা কেনেন। দীর্ঘ বহু বছর ধরে তিনি দখলেও আছেন। এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন দেখার কবে পরিবারের কথা মত পুলিশ প্রশাসন প্রকৃত দোষীকে শাস্তি দেয়।
Discussion about this post