সাতসকালে ভূমিকম্পে কাঁপল সিকিম। প্রভাব পড়ল উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে। শুক্রবার সকালে পৌনে সাতটা নাগাদ আচমকাই কেঁপে ওঠে সিকিম। কম্পন অনুভূত হয় বাংলাদেশ ও ভূটানের একাংশে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পটির উৎসস্থল। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র। তবে উল্লেখযোগ্য বড় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। সকালে যখন কম্পন হয়, তখন অনেকেই ঘুমোচ্ছেন। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দাদের একাংশ।
এদিকে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে নদীগুলি রীতিমতো ফুঁসছে। ধসের জেরে প্রায় এক মাস বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। অন্যদিকে বন্যা পরিস্থিতিরও সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গের মানুষ। সব মিলিয়ে আতঙ্ক উত্তরবঙ্গে।
Discussion about this post