ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরই বিদেশী সহায়তায় লাগাম টানেন। সেই প্রেক্ষিতে বাংলাদেশের নামও রয়েছে। আপাতত তিন মাসের জন্য সমস্ত সাহায্য গুটিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে চরম বিপদে পড়েছেন মোহম্মদ ইউনূস। USAID এর চলমান অর্থায়নের প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গণতন্ত্র ও শাসন ব্যবস্থা ছন্দ হারিয়েছে। কোনও কোনও প্রতিষ্ঠান নাকি দিয়েছে কর্মী ছাঁটাইয়ের নোটিস। অর্থাৎ চরম সংকটে বাংলাদেশ।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতগুলো সামনে আসে। যা সামলাতে খেই হারাচ্ছে অন্তবর্তী সরকার। এরমধ্যে USAID এর কার্যক্রম বন্ধ হওয়ায় দেশের বিভিন্ন খাত ঝুঁকিতে পড়েছে। পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিভিন্নভাবে 2021 সালে 500 মিলিয়ন ডলার, 2022 সালে 470 মিলিয়ন ডলার, 2023 সালে 490 মিলিয়ন ডলার এবং 2024 সালে 450 মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। গত কয়েক বছরে মার্কিন সহায়তার ক্ষেত্রে শীর্ষ স্থানে ছিল বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বাংলাদেশ-এর উদ্বেগের কারণ। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক ক্ষেত্রে এই বিষয়ে আলোচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে। তাদের বোঝাতে হবে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে সাহায্যকারী দেশ। এটা না করতে পারলে দেশের জন্য বড় ক্ষতি হবে। উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু কতটা করতে পারবে এই অন্তর্ভুক্তির সরকার, এখন সেটাই প্রশ্ন ছিল। অনেকে বলছেন, একাধিক দেশ যখন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার দায়ভার নিতে হবে ইউনুস প্রশাসনকে। দেশকে আবার স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য প্রয়োজন একটি স্থায়ী সরকার। তাই দেশটির নির্বাচন হওয়া অত্যন্ত দরকার। যে দলই ক্ষমতায় আসুক না কেন, অন্তত দেশের সাধারণ মানুষ স্বস্তি পাবে। কারণ যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ হাস্যকৌতুক দেশ হিসেবে পরিচিত হচ্ছে, এবং অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ ভালো চোখে দেখা হচ্ছে না বিশ্ব দরবারে, তা গোটা দেশের জন্য বিপদজনক। পাশাপাশি দেশের অন্দরে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাতে বলি হচ্ছেন সাধারণ মানুষ।
এই সমস্ত কিছু সুরাহা একমাত্র হতে পারে স্থায়ী সরকার। কারণ আমেরিকার মত শক্তিশালী দেশ থেকে ভারত, বাংলাদেশের স্থায়ী সরকার না থাকার কারণে পাত্তা দিচ্ছে না। ফলে একাধিক সমস্যার সমাধানে নির্বাচন প্রয়োজন।
Discussion about this post