ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশকে অর্থ সাহায্য পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। এতে বড়সড় বিপাকে পড়েছে ইউনুস। বাংলাদেশকে এবার আর্থিকভাবে সাহায্য করবে কে? বিকল্প পথ খুঁজতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। সাক্ষাৎ করেছেন ঘোর কট্টরপন্থী ট্রাম্প বিরোধীদের সঙ্গে। জানা যাচ্ছে, ঢাকায় এসেছিলেন আলেক্স সোরোস। বৈঠক হয় মোহম্মদ ইউনূসের সঙ্গে। গোপন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশকে আর্থিকভাবে সাহায্য করবে এই সরস ফাউন্ডেশন। জর্জ সরসের ছেলের সঙ্গে মোঃ ইউনূসের বৈঠক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, একাধিক দেশের সরকার ভাঙার বিষয়ে নজির আছে জর্জ সরোসের এনজিও দি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে গিয়ে সরস ফাউন্ডেশন থেকে সাহায্য নিচ্ছেন ইউনুস। ট্রাম্প কি এটা ভালো চোখে দেখবেন ? এই প্রশ্নও উঠছে। এদিকে আলেক্স ইউনূসের অত্যন্ত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দেশের চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ত্ব সামলাচ্ছেন। ওপেন সোসাইটি বাংলাদেশকে সাহায্য করার উপায় খুঁজছে।
বেনজির হিসাবে গত বছর ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে পতন হয়েছে হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে ভারতে রয়েছেন তিনি। হাসিনার অনুপস্থিতিতে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া ইউনুস সরকার। অন্যদিকে বাংলাদেশে নির্বাচনের দাবিও উঠেছে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি, অনেকে বলছেন এর পিছনে থাকতে পারে সরোসের হাত।
এখন প্রশ্ন কে এই জজ সরোস? জানা যাচ্ছে, তিনি নিজেকে দার্শনিক এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচয় দেন। তবে পূর্বে তার বিরুদ্ধে নানা বিষয়ে এজেন্ডা চালানোর অভিযোগ রয়েছে। সরস পৃথিবীর শীর্ষ স্থানীয় ধনীদের মধ্যে একজন। পরে হাঙ্গরি থেকে আমেরিকায় পা রাখেন সরস। গোটা বিশ্বের কাছে দুদে বিনিয়োগকরি হিসাবে চেনে। সাহসী বিনিয়োগে তার জগতজোড়া নাম। তারপরই তিনি প্রতিষ্ঠা করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশন। তার এই সংস্থা বাক স্বাধীনতা ও গণতন্ত্র প্রচার করেছে। বিভিন্ন দেশকে গণতন্ত্র বজায় রাখতে অনুদান দেয় তার সংস্থা। ২০২৩ সালে ভারত ও নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। জানের তুলকালাম শুরু হয়ে গিয়েছিল। তিনি একটি কনফারেন্সে গিয়ে বলেছিলেন, ভারত একটি গণতন্ত্র দেশ। কিন্তু নরেন্দ্র মোদি একেবারেই গণতন্ত্র মানেন না। মোদি খুব বড় নেতা হওয়ার পিছনে ছুটছেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার বদল আনতে নাম রয়েছে এই সরস ফাউন্ডেশনের। আর সেই সংস্থার দারস্থ হয়েছেন মোহাম্মদ ইউনূস।
Discussion about this post