প্রার্থী না হলেও দেবাশীষ ধরকে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য পদে নিযুক্ত করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রাক্তন আইপিএস এর লোকসভা নির্বাচনে টিকিট পেয়েও মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু তাঁকে খালি হাতে ফেরাতে পারলো না গেরুয়া শিবির। দেবাশীষকে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির সদস্য পদ দেওয়া হল দলের তরফে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা ছিল বিজেপিতে যোগদান করতে পারেন আইপিএস দেবাশীষ ধর। তাই হল।
বীরভূমে শতাব্দি রায়ের বিরুদ্ধে দল তাকে টিকিট দিয়েছিল। কিন্তু দেবাশীষ ধর তার পুলিশকর্তার পদ থেকে ইস্তফা দিলেও নবান্ন তাকে রিলিজ দেয়নি। পাশাপাশি তার বিরুদ্ধে শীতলকুচি গুলি কান্ড ঘটনার বিভাগীয় তদন্ত চলছে। ফলে কোন ঝুঁকি নিতে চাইনি তার দল। এরপর অবশ্য এর বিরুদ্ধে হাইকোর্ট পরে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তারপরও শেষ রক্ষা হয়নি। ২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে পারলেন না দেবাশীষ ধর। তবে দলটাকে খালি হাতে ফেরায়নি। পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য পদে নিযুক্ত করা হয়েছে দেবাশীষ ধরকে।
Discussion about this post