ভোটের ডিউটি দেওয়ার সময়ে মৃত্যু হল এক বিএসএফ কর্মীর। চতুর্থ দফা নির্বাচন চলাকালীন মারা গেলেন এক বিএসএফ কেন্দ্রীয় বাহিনী। ASI মহেন্দ্রের সিংহ নামে বিএসএফ আধিকারিক বীরভূম লোকসভা কেন্দ্রের জাগরণী পাঠশালায় মুরারা ২০৩ নম্বর বুথে মোতায়ন ছিলেন। স্থানীয় সূত্রের খবর, সকাল থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। সেইসময় তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বুথেই অসুস্থ বোধ করছিলেন বিএসএফ জওয়ান। রামপুরহাট হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার। মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএসএফ জাওয়ানের।
উল্লেখ্য, চতুর্থ দফার নির্বাচনে আটটি লোকসভা কেন্দ্রের দুপুর ১ টা পর্যন্ত ভোটের শতাংশ জানালো নির্বাচন কমিশন।
বহরমপুর – ৫২.২৭%
কৃষ্ণনগর – ৪৯.৭২%
রানাঘাট – ৫২.৭০%
বর্ধমান পূর্ব – ৫৫.৮৭%
বর্ধমান দুর্গাপুর – ৫০.৩০%
আসানসোল – ৪৯.৫৫%
বোলপুর – ৫৪.৮১%
বীরভূম – ৪৯.৬৩%
দুপুর ১ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫১.৮৭%। সব থেকে বেশি ভোট পড়েছে বর্ধমান-পূর্ব ৫৫.৮৭%।
প্রসঙ্গত, বহরমপুরে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৭৯, এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ৫৫৮। কৃষ্ণনগরে মোট ভোট কেন্দ্র ১৮৪১, স্পর্শকাতর ভুতের সংখ্যা ৩৩৮। রানাঘাটে মোট ভোট কেন্দ্র ১৯৮৩, তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১০, বোলপুরে মোট ভোট কেন্দ্র ১৯৭৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৫৯। বীরভূমে মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০। বর্ধমান পূর্বের মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০১। বর্ধমান দুর্গাপুরে মোট ভোট কেন্দ্র ২০৩৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২২। আসানসোলের মোট ভোট কেন্দ্র ১৯০১, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩১৯।
Discussion about this post