গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে যে চিত্রটা হামেশাই দেখতে হয় সেটা হল বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। কারও কোলে রয়েছে সন্তান, কেউ আবার অসুস্থ অবস্থায় ভোট দিতে এসেছেন। দীর্ঘ সময় সন্তানকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার চিন্তায় অনেকে বুথমুখো হতে চান না। তবে এই ভোটগ্রহণ কেন্দ্রে আপনাকে সেই চিন্তা করতে হবে না। কারণ এই ভোটগ্রহণ কেন্দ্রে শিশুদের জন্য থাকছে ক্রেশ। সেখানে রাখা রয়েছে বিভিন্ন ধরণের খেলনা। নিরাপত্তাবেষ্টিত ভোটগ্রহণ কেন্দ্রে নির্ভয়ে সন্তানকে কিছু সময়ের রেখে সারতেই পারেন আপনার গণতান্ত্রিক অধিকার। শুধু শিশুরাই নয়, প্রবীণ এবং অসুস্থ ভোটারদের জন্য থাকছে হুইল চেয়ারের ব্যবস্থাও। কারণ, ২৪-এর লোকসভা নির্বাচনে থাকছে বেশ কয়েকটি মডেল পোলিং স্টেশন। এই মডেল পোলিং স্টেশনগুলি ভোটারদের কাছে আকর্ষণীয় করে তুলতে ঢেলে সাজানো হচ্ছে। ভোট দিতে গিয়ে আপনার মনে হতেই পারে যে আপনি হয়তো কোনও বিয়েবাড়িতে ঢুকে পড়েছেন। সাজানো গোছানো মডেল পোলিং স্টেশনে গরমে তেতে-পুড়ে আসা ভোটারদের জন্য রাখা থাকছে শীতল পানীয়। বসার জন্য চেয়ার টেবিল। মাথার উপর অসংখ্য পাখা ঘুরছে। চারিদিকে যেন একটা উৎসবের মেজাজ।
২০ তারিখ রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ভোট হতে চলেছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ কেন্দ্রে। আগামী সোমবার হাওড়ায় তৈরি করা হয়েছে ১৬ টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র। যে কেন্দ্র গুলিতে এই বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন।
মডেল ভোটগ্রহণ কেন্দ্র প্রসঙ্গে নির্বাচনের দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর জানিয়েছেন, ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে ভালো করে গেট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। হাওড়ার এই ১৬ টি মডেল ভোটগ্রহণ পোলিং স্টেশনগুলি পুরোটাই শেড দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। তবে মজার বিষয় ভোট দিতে এসে কেউ যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রমাণ স্বরূপ নিজস্বী তুলতে চান, সেজন্য থাকছে সেলফি জোনও। ভোটারদের মধ্যে কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সে জন্য থাকছে চিকিৎসক বুথ, ও সিক রুম। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে থাকবে একাধিক ভলেন্টিয়ার।
Discussion about this post