এইবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়বেন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রার্থীই। আয়ের নিরিখে সুজাতাকে কয়েক গোল দিয়েছেন সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী হলফনামা বলছে সুজাতা মণ্ডল ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ৪ লাখ ৬৩ হাজার ৫৫০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে সুজাতার আয় ৪ লাখ ৬৫ হাজার ৯৩০ টাকা। এবং ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৯০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ১ লাখ ৯০ হাজার ৯০০ টাকা। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯১ লাখ ৯৪ হাজার ৭৫৩.৮২ টাকা। তবে কোনও স্থাবর সম্পত্তি নেই সুজাতার। অন্যদিকে ২০২২-২৩ অর্থবর্ষে সৌমিত্র খাঁ-এর আয় ১৬ লাখ ৫২ হাজার ৭১২ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ১১ লাখ ৭০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ৮ লাখ ৭০ হাজার। এবং ২০১৯-২০ অর্থবর্ষে ১৪ লাখ ১৫ হাজার ৯৬৯ টাকা আয় করেছেন সৌমিত্র। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ লাখ ৪৮ হাজার ৮৪৯.৮৫। স্থাবর সম্পত্তির পরিমাণ ২২ লাখ ৬০ হাজার টাকা। পিছিয়ে নেই সৌমিত্র খাঁয়ের বর্তমান স্ত্রীও। তাঁর স্ত্রী পারমিতা রায় চৌধুরী একজন আইনজীবী। তাঁর আয় সৌমিত্রর প্রাক্তন সুজাতার থেকে বেশি। সৌমিত্রের হলফনামা বলছে, পারমিতা রায় চৌধুরী ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ১২ লাখ ৭৯ হাজার ৮৯৫ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ১১ লাখ ৮১ হাজার ৭৭৫। ২০২০-২১ অর্থবর্ষে ১১ লাখ ৩৪ হাজার ৭৪৮। এবং ২০১৯-২০ অর্থবর্ষে আয় করেছেন ৫ লাখ ১৮ হাজার ৭৩৮ টাকা। পারমিতার অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৫৩৪.১২।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post