জানেন কত কোটিপতি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান?’ সোমবার মনোনয়ন জমা দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। রিপোর্ট বলছে কোটি কোটি টাকার মালিক রচনা। ব্যাঙ্কে জমা কোটি কোটি, বিনিয়োগ আকাশছোঁয়া, রচনার সম্পত্তির হিসেব জানলে চোখ উঠবে কপালে। রচনার সম্পত্তির হিসেব বলছে, ২০২২ থেকে ২৩ সালের মধ্যে রচনা রোজগার করেছেন ৩ কোটিরও বেশ টাকা। বছরে বছরে আয় বেড়েছে ধাপে ধাপে। ২০২২-২৩ সালে ৩,১১,২২,০৮০ টাকার মালকিন তৃণমূল প্রার্থী। ২০২১ সালে রচনার আয় ছিল ২,৪১,৩১,৩৮০ টাকা। ২০২০ সালে তাঁর রোজগার ২,৩৩,৭৪,১৪০। রচনার স্বামী প্রবাল বসু ২০২২-২৩ সালে উপার্জন করেছেন ২,৩৯,২৪০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে আয় করেছেন ৬৩,৮১০ টাকা, ২০২০-২১-এ আয় করেছেন ৪,২০,৫১০ টাকা, ২০১৯-২০ তে আয় করেছেন ৪ লাখ ৯২ হাজার ৪০০ টাকা।
সোমবার অর্থাৎ ২৯ এপ্রিল হলফনামা জমা দেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁর হাতে টাকা ছিল লাখ দেড়েক মত।আর স্বামীর হাতে ছিল ৫০ হাজার টাকা। রচনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলি। তারমধ্যে ৪ টি সেভিংস অ্যাকাউন্ট। তার মধ্যে সববেশি ৭৫ লাখ ২৫ হাজার টাকা রয়েছে একটি অ্যাকাউন্টে। কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে ৩ টি। তার মধ্যে রচনা ক্রিয়েশনের নামে অ্যাকাউন্টে ২১ লাখ টাকার উপরে রয়েছে। এছাড়াও আছে অসংখ্য ইক্যুইটি শেয়ার, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ।৭ টি জীবন বীমায় বিনিয়োগ। ১৩ টি বন্ড কিনেছেন রচনা। পাশাপাশি পিপিএফ, পোস্ট অফিসেও টাকা রেখেছেন রচনা। রচনার অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ১৮,১৬,৭১,৭৭৩.৭১ টাকা। রচনার জমিজমা
হলফনামা মোতাবেক রচনার অ-কৃষি জমি রয়েছে ২ টি। যা কেনা হয়েছে ২০২৩ ও ২০২৪ সালে। চারটি অ্যাপার্টমেন্ট রয়েছে থাকার জন্য। স্থাবর সম্পদ রয়েছে ১৪,৭০,৫৪,৩৫১ ।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post