চলছে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন৷ আজ বঙ্গে লোকসভা ভোট হচ্ছে ৯টি কেন্দ্রে এবং বিধানসভার উপনির্বাচন হচ্ছে ১টি কেন্দ্রে ৷ লোকসভা ভোটের ৯ কেন্দ্রের মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বারাসত ও বসিরহাট৷ অন্যদিকে, উপনির্বাচন রয়েছে বরানগর৷ নজর থাকবে রাজ্যের প্রতিটা কেন্দ্রে৷
তবে সপ্তম দফা নির্বাচন সকাল থেকেই উত্তপ্ত। জায়গায় জায়গায় অশান্তির ঘটনা। লোকসভা কেন্দ্রগুলির পাশাপাশি আজ নজরে বরানগর উপনির্বাচনও। হাইভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রে লড়াই ত্রিমুখী। বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বাম প্রার্থী। বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডে ভোট পরিদর্শনে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বচসা গড়ায় হাতাহাতিতেও।
অন্যদিকে, ভোটের দিন দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। সকালে কাশীপুরে ৫৭ নম্বর বুথে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী। তাপস রায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে, লেবুতলা পার্কে একটি বুথে ঢুকতে তাপস রায়কে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গো ব্যাক স্লোগানও শুনতে হয় তাপসকে।
একাধারে, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কৌস্তভের অভিযোগ, ২৬৪ এবং ২৬৫ নম্বর বুথে সকাল থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি। তিনি জানান, ‘বুথ থেকে বেরিয়ে আসতেই দেখি আমার গাড়ি ভাঙচুর করা হয়, গাড়ির চালককে মারধর করা হয়’।মারধর করা হয় তাঁকেও বলে অভিযোগ করেন কৌস্তভ। এরপর তাঁর হুঙ্কার, ‘যতই আটকানো হোক, আমরা শেষ রক্তবিন্দু অবধি বুথে থাকবো’।
Discussion about this post