কলকাতায় ভোটের আগে একেবারে স্বমেজাজে দেখা গেল মদন মিত্রকে। এত দিন নির্বাচনী প্রচারে কামারহাটির তৃণমূল বিধায়ককে সেভাবে দেখা যায়নি। তবে প্রচারের শেষ লগ্নে সেই চেনা মেজাজে পাওয়া গেল তৃণমূল নেতাকে। তাঁর গলায় শোনা গেল দাওয়াই-এর কথা। সপ্তম দফার নির্বাচনের আগে মদন মিত্র বলেন, “দমদম মানে দাওয়াই। আমি যদি বলি, দমদম ধোলাই হবে, তাহলে সেটা অসাংবিধানিক। আমি দাওয়াইয়ের কথা বলছি। তৃণমূল কর্মীরা জানে, কোন দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। ভোটের দিন ওআরএস থাকবে। কেন্দ্রীয় বাহিনীও তো মানুষ। মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমি তাঁকে ওআরএস দেওয়ার পক্ষে। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে বড় বড় ওই লাঠি দিয়ে, স্টেনগান দেখিয়ে আমাদের স্টলে এসে বলবে ওআরএস দাও, তাই হয় নাকি।
লাঠি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের ছেলেদের আছে।” তবে এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ককে জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তাঁর পালটা জবাব, “মিক্সচারেরও অ্যান্টিডোজ আছে।” প্রসঙ্গত, শেষ দফার ভোটের বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৯৬৭ কোম্পানি বাহিনী তিন জায়গায় মোতায়েন থাকে। তার সঙ্গে বুথে বুথে ওয়েব কাস্টিং নিয়েও কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরা বন্ধ হয়ে গেলে ভোট বন্ধ হয়ে যাবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারকে। এবং ওয়েব কাস্টিং করার দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। কোনও কারণে ক্যামেরা বন্ধ হলে জবাব দিতে হবে প্রিসাইডিং অফিসারকে।
Discussion about this post